ঈদগাঁওতে প্রাক্তন ছাত্র পরিষদের বিবাদমান দু’গ্রুপের সমঝোতা আশ্বাস; সংগঠনটির সৌদি প্রবাসীর মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন

সৌদি প্রবাসী সদস্য আলহাজ্ব এহসানুল হক

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার: প্রাক্তন ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় এর বিবাদমান দু’গ্রুপের মধ্যে সমঝোতার প্রক্রিয়া চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২২ এপ্রিল ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠেয় সংগঠনটির ইফতার মাহফিল শেষে বিবদমান কমিটি সমূহ বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন উভয় গ্রুপের নেতৃবৃন্দ। ১৫ এপ্রিল ঈদগাঁও বাজারের একটি হোটেলে অনুষ্ঠিত উভয় গ্রুপের সমন্বয় সভায় তারা এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানা গেছে। বন্ধুদের মধ্যে টানাপোড়েন বন্ধ করে সহনশীল ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তাদের এ সিদ্ধান্ত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঐদিন সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে গঠিত নতুন আহবায়ক কমিটি পুনর্মিলনী অনুষ্ঠান না হওয়া পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে। সমঝোতা বৈঠকটিতে এক পক্ষে উপস্থিত ছিলেন মুফিজুর রহমান মুফিজ, জাহেদুল হক ফরাজী, আব্দুল মোনাফ সওদাগর, আব্দুল করিম, মাস্টার আবু তাহের, মনজুর আলম সওদাগর ও আজিজুর রহমান। অপরপক্ষে মমতাজুল হক, চন্দন পাল বাবু, আতিকুর রশিদ (তারেক), মাস্টার আমানুল্লাহ, প্রবাসী সদস্য নবী হোসেন, প্রবাসী সদস্য ওবাইদুল হক, সাংবাদিক শেফাইল উদ্দিন ও আবুল কালাম অংশ নেন। এদিকে সংগঠনটির সৌদি প্রবাসী সদস্য আলহাজ্ব এহসানুল হক মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন উভয় গ্রুপের নেতৃবৃন্দ। শোক বার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ইয়াসির পারভেজ চৌধুরী, আজিজুল হক, এড, জসীম উদ্দীন, অধ্যাপক মিজানুর রহমান, রঞ্জন প্রসাদ দাস গুপ্ত, জাহেদুল হক ফরাজী, মোহাম্মদ আলম, সুরুত আলম, এহসানুল হক মিয়াজী, মাহবুবুর রহমান, নুরুল হুদা জাপান প্রমুখ। কার্যকরী পরিষদের পক্ষে শোক প্রকাশ করেছেন সভাপতি মুফিজুর রহমান মুফিজ, সহ সভাপতি হুমায়ুন কবীর ব্যাংকার, শাহাবুদ্দিন, মাস্টার মিল্টন পাল, মমতাজুল হক, সাধারণ সম্পাদক আবদুল মোনাফ সওদাগর, সহ-সাধারণ সম্পাদক আব্দুল করিম, মাস্টার আমানুল্লাহ, অর্থ সম্পাদক নুরর রহিম সওদাগর, সহ অর্থ সম্পাদক মনজুর আলম সওদাগর, প্রবাসী ও আন্তর্জাতিক সম্পাদক আবু সাঈদ সবুজ, আইন বিষয়ক সম্পাদক মহি উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নুরুল কবীর খান, অফিস সম্পাদক মাস্টার আবু তাহের, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন, সদস্য আতিকুর রশিদ (তারেক), ইকবাল হোছাইন, নুরুল আজিম, জাহেদ হোসাইন, লিটন পাল।

শেয়ার করুন