ধসে পরা কাজির দিঘী সড়কে জনদুর্ভোগ

ধসে পরেছে কাজির দিঘী সড়ক। ছবি: এমএ হান্নান কাজল

চট্টগ্রাম : নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাজির দিঘী সড়ক ধসে পরেছে। যানবাহন তো দূরের কথা মানুষ চলাচল করতে পারছে না।  দুর্ভোগে পরা এলাকাবাসীর অভিযোগ স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব দিচ্ছে না।  ঝুঁকিপূর্ণ ওই কাজির দিঘী সড়কে যে কোন সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।

কাজির দিঘী সড়কে ফাটল। ছবি: এমএ হান্নান কাজল

ভুক্তভোগীরা জানান, অনেক আগেই এই সড়কে ফাটল দেখা দিয়েছে। এখন ধসে পরেছে। এলাকাবাসী বাঁশ দিয়ে ঘেরা দিয়ে সাধারণ মানুষ চলাচলে সতর্ক করেছে। এমএ হান্নান কাজল বলেন-‌‌’সড়কটি নির্মাণের পর থেকেই ধীরে ধীরে ফাটল ধরে ধেবে যাচ্ছিল। এবার ধসে পরেছে। ‘ যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেন মনে করেন আবু জাহেদ, আবু রাশেদ, জাফরসহ একাধিক এলাকাবাসী।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে ভুক্তভোগীরা।

শেয়ার করুন