ভ্রাম্যমাণ আদালতের ওপর হকারদের হামলা চট্টগ্রামে

হকারদের হামলা ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারি স্থাপনা ভাঙার গাড়ি (স্কিড স্টেয়ার লোডার)।

চট্টগ্রাম : নগরীর অলংকার মোড় এলাকায় উচ্ছেদ করতে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা করেছে হকাররা। এতে এক কাউন্সিলরসহ অন্তত পাঁচজন আহত হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ভ্রাম্যমাণ আদালতের উপর এ হামলায় ভাংচুর করা হয়েছে সিসিসির ভারি স্থাপনা ভাঙার গাড়ি (স্কিড স্টেয়ার লোডার)।

জানা গেছে, নগরীর অলংকার মোড়ে সড়কের একপাশে নালার উপর স্ল্যাব বসিয়ে ব্যবসা করে আসছে হকাররা। এবারের বর্ষায় জলাবদ্ধতার ভোগান্তির মধ্যে হকারদের সরিয়ে নালা পরিষ্কারের কাজ করার জন্য ওই অভিযান চালায় সিসিসি।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শনজিদা সরমিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে হকারদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। হকারদের সরিয়ে সিসিসির শ্রমিকরা কাজ শুরুর পর পুলিশসহ ম্যাজিস্ট্রেট অন্য স্থানে চলে যান।  ম্যাজিষ্ট্রেট চলে যাওয়ার কিছুক্ষণ পরই ইট-পাটকেল ছুঁড়ে এবং লাঠিসোটা নিয়ে হামলা করে হকাররা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শনজিদা সরমিন বলেন, “হকারদের আমরা বলেছি, তাদের তালিকা হচ্ছে। স্থাপনা সরিয়ে নালা পরিষ্কার করবে সিসিসি। পরে তালিকা অনুযায়ী হকাররা সেখানে বসতে পারবে।”

হকাররা রাজি হয়েছিল জানিয়ে তিনি বলেন, “অলংকার মোড় থেকে অন্য স্থানে অভিযানে চলে যাই আমি। পরে শুনি হামলা হয়েছে।

“যতদূর মনে হচ্ছে স্থানীয় কাউন্সিলরের সাথে দ্বন্দ্ব থেকে হকাররা এ হামলা করে থাকতে পারে।” হামলায় কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানান তিনি।

তবে দ্বন্দ্বের বিষয়টি অস্বীকার করে স্থানীয় কাউন্সিলর জহুরুল ইসলাম জসিম বলেন, “আমার সাথে কারো দ্বন্দ্ব নাই। অভিযানে গিয়ে ঘটনাস্থল থেকে ম্যাজিস্ট্রেট অন্যত্র যাওয়ার সঙ্গে সঙ্গে হকাররা এ হামলা করে।”

উচ্ছেদের সময় ঘটনাস্থলে ছিলেন সিসিসির নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক। তিনি বলেন, “অলংকার মোড়ে সড়কের একপাশে প্রায় দেড়শ ফুট নালার উপর স্ল্যাব বসিয়ে ব্যবসা করে আসছে হকাররা। “ওই এলাকায় জলাবদ্ধতার প্রকোপ কমাতে নালা পরিষ্কার করাটা জরুরি ছিল। নালা পরিষ্কার করতে গেলে প্রায় শদেড়েক হকার পাথর নিক্ষেপ শুরু করে। পরে লাঠিসোটা নিয়ে হামলা করে আমাদের উপর। হামলায় আমাদের পাঁচজন আহত হয়েছে।”

হকারদের হামলায় স্ল্যাব ভাঙার যন্ত্র (স্কিড স্টেয়ার লোডার) ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি

শেয়ার করুন