নিজ দলের সাংসদদের তোপের মুখে অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ফাইল ছবি

প্রস্তাবিত বাজেটের নানা অসঙ্গতি নিয়ে এবার নিজ দলের সাংসদদের তোপের মুখে পরলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার (৭ জুন) জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনার প্রথম দিনে অর্থমন্ত্রীর কড়া সমালোচনা করেন সরকারদলীয় এমপিরা।  তারা মূল্য সংযোজন কর (ভ্যাট) নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে অর্থমন্ত্রীর বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে বসে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।  পাশাপাশি ১ লাখ টাকা বিত্তবানের মাপকাঠি-অর্থমন্ত্রীর এমন মন্তব্যে তীব্র সমালোচনা করেন।

এছাড়া পোশাক খাতে উৎসে কর বাড়লে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়বে বলে মন্তব্য করে এই বাড়তি কর প্রত্যাহরের দাবি জানান এমপিরা।
প্রসঙ্গত, মঙ্গলবার জাতীয় সংসদে ২০১৬-২০১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জাতীয় পার্টির এমপিদের কড়া সমালোচনার সম্মুখীন হয়েছিলেন অর্থমন্ত্রী।

শেয়ার করুন