আগস্টে আসছে ‘ইনফিনিট ডিসপ্লে’ ফিচারে গ্যালাক্সি নোট ৮

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং আগামী আগস্টে তাদের ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি নোট ৮ উন্মুক্ত করবে বলে কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।  খবরে বলা হয়েছে নোট ৮ এ থাকবে প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ফোন এস৮ এবং এস৮ প্লাসের মতো ইনফিনিট ডিসপ্লে।

সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, এই স্মার্টফোনে থাকতে পারে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান হেরাল্ডে প্রতিষ্ঠানের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, এস৮ এর মতো গ্যালাক্সি নোট ৮ এ প্রতিষ্ঠানটি ইনফিনিট ডিসপ্লে ফিচার থাকবে। আর ফোনটি উন্মুক্ত হবে আগস্টে। যা কিনা অ্যাপলের নতুন আইফোন উন্মুক্তের ঠিক এক মাস আগে। এছাড়াও চীনা সোশ্যাল মিডিয়া উইবো তে ফাঁস হওয়া ভিডিতে দেখা গেছে নোট ৮ এ থাকবে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে এবং প্রতিষ্ঠানটি এই ফোনের বেজেল কমিয়ে ডিসপ্লে বড় করেছে।

স্যামসাংয়ের জন্য গ্যালাক্সি নোট ৮ ফোনটি খুবই গুরুত্বপূর্ণ কেননা তাদের গ্যালাক্সি নোট ৭ ফোনটি ব্যাটারি বিস্ফোরণের কারণে বিশ্বব্যাপী বাজার থেকে ফিরিয়ে নেওয়া হয়েছিল এবং এতে প্রতিষ্ঠানের লোকসান এবং দুর্নাম দুটই হয়েছে।

শেয়ার করুন