বিচ্ছিন্ন কাতার: রেমিট্যান্স আরও কমার আশঙ্কা

দেশের বড় শ্রমবাজার মাধ্যপ্রাচ্যের কাতার।  আর প্রতিবেশী দেশগুলো থেকে বিচ্ছিন্নতা শঙ্কায় ফেলে দিয়েছে দেশটির অর্থনীতিকে। এর প্রভাব পড়তে পারে দেশটিতে থাকা বাংলাদেশের শ্রমিকদের ওপর।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশ থেকে বিদেশগামী শ্রমিকের ২২ শতাংশের গন্তব্য ছিল কাতার। গত বছর বিএমইটি থেকে ছাড়পত্র নিয়ে বৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন মোট ৭ লাখ ৫৭ হাজার ৭৩১ জন বাংলাদেশি। এর মধ্যে কাতারেই গেছেন ১ লাখ ২০ হাজার ৩৮২ জন।

দেশে দুই বছর ধরেই রেমিট্যান্সপ্রবাহ কমছে। ২০১৫-১৬ অর্থবছর ২ দশমিক ৫ শতাংশ কমার পর চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই প্রবাসীদের পাঠানো আয় কমেছে ১৬ শতাংশের বেশি। এ মন্দার মধ্যেও কাতার থেকে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে। কাতারকে ঘিরে সৃষ্ট সংকট দীর্ঘ হলে জনশক্তি রফতানির পাশাপাশি আরও সংকুচিত হতে পারে ক্রমহ্রাসমান রেমিট্যান্সপ্রবাহ।

জনশক্তি রফতানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মহাসচিব রুহুল আমিন স্বপন জানান, ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বহু নির্মাণকাজ হচ্ছে কাতারে। এর বেশির ভাগই কাতারের নিজস্ব অর্থায়নে হচ্ছে। ফলে এসব প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কা কম থাকায় বাংলাদেশি শ্রমিক রফতানিতে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা কম।

তবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের যেসব বিনিয়োগ কাতারে রয়েছে, সেগুলোয় প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে সেসব প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা কিছুটা ক্ষতির মুখে হয়তো পড়বেন। কাতারের সঙ্গে অন্য দেশগুলোর যে কূটনৈতিক সংকট তৈরি হয়েছে, অচিরেই তা সমাধান হয়ে যাবে বলেও মনে করেন তিনি।

শেয়ার করুন