প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারীর আবারো ব্রিটেন জয়

ব্রিটিশ পার্লামেন্টর নিম্নকক্ষ হাউস অব কমন্সে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক ও রুপা হক। ছবি : সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্টর নিম্নকক্ষ হাউস অব কমন্সে আবারো তিনটি আসন জয় করেছে বাংলাদেশি বংশোদ্ভুত তিন নারী। এরা হলেন রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক ও রুপা হক।

বেথনালগ্রিন অ্যান্ড বো থেকে তৃতীয়বারের মত জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। ৩৫ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন লেবার পার্টির এ নেতা।

হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে আবারো নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। লেবার দলের প্রার্থী টিউলিপ পেয়েছেন ৩৪ হাজার ৪৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ক্লেয়ার লুইচ লিল্যান্ড পেয়েছেন ১৮ হাজার ৯০৪ ভোট।

এর আগে ২০১৫ সালে মাত্র ১ হাজার ১৩৮ ভোটের ব্যবধানে প্রথমবার এমপি নির্বাচিত হন টিউলিপ। এবার সেই ব্যবধান বেড়ে হলো ১৫ হাজার ৫৬০।

টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। একদিকে পারিবারিক পরিচয়, অন্যদিকে লন্ডনের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে প্রার্থী হওয়ায় তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন।

এছাড়া লন্ডনের ইলিং-এ লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক ১৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট।

২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন। প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় রূপা হককে দুই বছরের মাথায় আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়।

এর আগে ২০১৫ সালে তিনি মাত্র কয়েক’শ ভোটের ব্যবধানে জিতেছিলেন। মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে।

দেশটিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ হয়। এতে ভোটার ছিলেন প্রায় ৪ কোটি ৯ লাখ। ব্রিটিশ পার্লামেন্টর নিম্নকক্ষ হাউস অব কমন্সের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৩০৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা। খবর বিবিসির।

শেয়ার করুন