চসিকের কোটি টাকার হুইচ মেশিন চুরি করলো দুই ভুয়া কর্মকর্তা

চসিকের কোটি টাকার হুইচ মশিন চুরি করার সময় হাতেনাতে আটক দুই ভুয়া কর্মকর্তা।

চট্টগ্রাম : কোমরে ওয়াকিটকি। ভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তা। ভারী হুইচ মেশিন অন্যত্র সরিয়ে নিতে হবে_তাই ক্রেন এবং ট্রাক ভাড়া করেছিল ওরা দুইজন। এরপর নগরীর চকবাজারের ধনীর পুল থেকে চসিক’র বর্জ্য ব্যবস্থাপনা কাজে ব্যবহৃত কোটি টাকা মূল্যের হুইচ মেশিন নিয়ে গিয়েছিল সাগরিকা রোডের বাদশা স্কেলে। বিধিবাম বিষয়টি জানাজানি হয়ে গেলে ধরা পরে যান দুই ভুয়া কর্মকর্তা।

শুক্রবার (৯ জুন) ভোররাতে চসিকের কর্মকর্তা সেজে ক্রেন ও ট্রাক ভাড়া করে হুইচ মেশিনটি তুলে নিয়ে যাওয়ার বিষয়ে খবর পান চসিকের খাল খনন ও পরিবহন বিভাগের দায়িত্বে থানা নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক।

তিনি খোঁজ খবর নিতে শুরু করেন। এক পর্যায়ে জানতে পারেন সাগরিকা বাদশা স্কেলের কাছে গাড়ির ওপর হুইচ মেশিনটি রয়েছে। এসময় বোয়ালখালীর সৈয়দপুরের মৃত নুরুল ইসলামের ছেলে এসএম আয়াজ (৪৭) ও খাগড়াছড়ির মাটিরাঙার আহমদ জামালের ছেলে মো. ওাশেদ(২৬)কে আনসার সদস্যদের সহায়তায় আটক করেন। পরে তাদের চকবাজার থানায় সোপর্দ করা হয়।

সুদীপ বসাক জানান, গাড়িচালক ও ক্রেন অপারেটর জানিয়েছেন ওয়াকিটকি সেটের মতো মোবাইল দেখিয়ে চোরেরা চসিকের কর্মকর্তা সেজেছিল। তাদেরকে চসিকের কাজের জন্যই ভাড়া করা হয়েছিল।

চসিক সূত্র জানায়, বিএনপি সমর্তিত মনজুর আলম মেয়র থাকালের বর্জ্য খাল থেকে টেনে তুলতে এ ধরনের পাঁচটি হুইচ মেশিন বসানো হয়েছিল বিভিন্ন স্থানে। ধুনীর পুলের মেশিনটি স্থানীয় লোকজন সরিয়ে নিতে সম্প্রতি চসিকের বরাবরে অনুরোধ জানিয়েছিলেন।

শেয়ার করুন