জঙ্গল সলিমপুরে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযান শেষে সাংবাদিকদের বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রামের
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার আলীনগরে পাহাড় কেটে গড়ে তোলা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।

অভিযানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, রাউজান উপজেলা চেয়ারম্যান এসানুল হক বাবুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজমুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা, অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল আশরাফুল করিম, ওসি আবুল কালাম আজাদ, ওসি (তদন্ত) সুমন বণিকসহ সাংবাদিক ও র‌্যাবের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘জঙ্গল সলিমপুরের আলীনগরে অন্তত ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করে ফেরার সময় কিছু মহিলা প্রতিবাদ জানায়। তবে তারা কোনো সমস্যা সৃষ্টি করেনি।’

জেলা প্রশাসক বলেন, ‘প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ন রেখে পরিকল্পিত পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও নগরায়ণে বর্তমান সরকার বদ্ধপরিকর। এ জায়গা চট্টগ্রাম শহর থেকে এর মাত্র ১০ কি.মি. দূরে। এখানে ৫টি মৌজায় মোট খাস জমির পরিমাণ প্রায় ৩ হাজার একশ’ একর। কিন্তু কিছু ভূমিদস্যু ৯০ দশক থেকে এখানে পাহাড় কেটে পরিবেশ বিপন্ন করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছে।’

তিনি বলেন, ‘পাহাড় কেটে তৈরি করা ঝুঁকিপূর্ণ প্লটগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপকর্ম করে আসা সন্ত্রাসীদের কাছে বিক্রি করা হয়েছে। ২০ হাজার টাকা থেকে শুরু করে ১ কোটি টাকার ওপরে বিক্রি হয়েছে এসব জায়গা।’

জেলা প্রশাসক বলেন, ‘এক মাসের মধ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হবে। এরপর ধীরে ধীরে আন্তর্জাতিকমানের হাসপাতাল, সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনা, তথ্য ভবন, কেন্দ্রীয় কারাগার নির্মাণের কাজ শুরু হবে। এখানকার ভূমিহীনদের পুনর্বাসন করা হবে।’

শেয়ার করুন