টেকনাফ-উখিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এম. এ. লতিফ এমপি

টেকনাফে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরন করছেন এম. এ লতিফ এমপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এম. এ. লতিফ এমপি কক্সবাজারের টেকনাফ-উখিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাবু, পরিধেয় বস্ত্র, চাল, ডাল, বিশুদ্ধ পানির বোতল নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় পৌঁছানোর পর টেকনাফ এলাকার বালুখালী, নীলা, সাবরাং, দমদমিয়া ও লেদা এলাকায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ ছাড়াও আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, লবণ শ্রমিক লীগ সভাপতি আব্দুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোঃ ইমাম হোসেন, ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর উদ্দিন মারুফ, ৩৬ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান শেঠ, যুবলীগ নেতা মোঃ শহীদ শেঠ ও মোঃ জুয়েল প্রমূখ।

সম্প্রতি ঘূর্ণিঝড় ও তৎপরবর্তীতে অতি বৃষ্টি এবং সামুদ্রিক জ্বলোচ্ছাসের আঘাতে বিপর্যস্ত হয়েছে কক্সবাজারের টেকনাফ-উখিয়াসহ সমুদ্রবর্তী এলাকাসমূহ। এ প্রেক্ষাপটে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম. এ. লতিফ অসহায় ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে শুক্রবার (৯ জুন) রাতে ৩টি ট্রাকে ত্রাণ সামগ্রী নিয়ে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা করেন।

শেয়ার করুন