জংগল সলিমপুরের মুখে সিসি ক্যামেরা, চেক পোস্ট ও রোড ব্লোকেজ (প্রতিবন্ধকতা) এর কাজ শুরু

সীতাকুণ্ডের সন্ত্রাসের অভয়ারণ্য খ্যাত জংগল সলিমপুর প্রবেশের মুখে বায়েজিদ লিংক রোড সংলগ্ন এলাকায় আজ সকাল হতে সিসি ক্যামেরা স্থাপন, রোড ব্লোকেজ (প্রতিবন্ধকতা) ও চেক পোস্ট এর নির্মাণ এর কাজ শুরু করা হয়েছে।

বায়েজিদ লিংক রোড সংলগ্ন কর্ণফুলী গ্যাস পাইপ লাইনের নিরাপত্তার স্বার্থে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। গ্যাস পাইপ লাইনের উপর দিয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভাবে ভারী যানবাহন চলাচল করছিলো। চেক পোস্ট ও সিসি ক্যামেরা স্থাপণের ফলে এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে।

২৪ আগস্ট (বুধবার) বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল বলেন, চারটি পয়েন্টে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে যেন গ্যাস পাইপ লাইন ঝুঁকিমূক্ত থাকে এবং অবৈধভাবে পাহাড় কাটা ও অবৈধ বসতি নির্মাণের ভারী যন্ত্রপাতি বা ভারীযান চলা করতে না পারে। চেক পোস্ট ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বিক সকল বিষয় মনিটরিং করা হবে।

শেয়ার করুন