নয়ন হত্যা
জুনেল ও রুনেল চাকমা আটক, মটোরসাইকেল উদ্ধার

নয়নের মটোরসাইকেল উদ্ধার।

রাঙামাটির লংগদু উপজেলার যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যাকান্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন দিঘীনালা উপজেলার হাচিনসনপুর এলাকার রয়েল চাকমা ও রাঙামাটির লংগদু উপজেলার জুনেল চাকমা।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার আলী আহমেদ খান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া দুজন নয়ন হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সাথে আরো একজন ছিল, তবে অভিযান চলমান থাকায় তার নাম ঠিকানা প্রকাশ করেননি পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরো জানান, এই মুহর্তে দিঘীনালা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সংলগ্ন মাইনী নদীতে ছিনিয়ে নেওয়া মোটর সাইকেলটি উদ্ধারে কাজ করছে নৌবাহিনীর ডুবুরিদল। অভিযান শেষ হওয়ার পরে আপনাদের (সাংবাদিকদের) ব্রিফ করা হবে।

 

রুনেল চাকমা ও জুনেল চাকমা।

উলে­খ্য, লংগদু উপজেলার নুরুল ইসলাম নয়নের মোটর সাইকেল লংগদু হতে খাগড়াছড়িতে ভাড়ায় এনে খাগড়াছড়ি সদরের চারমাইল এলাকায় নয়নকে হত্যা করে মোটর সাইকেল ছিনিয়ে নেয় তারা। পরে পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে মোটর সাইকেলটি দিঘীনালা উপজেলার মাইনী নদীতে ফেলে দেয় তারা। গত ১লা জুন এই হত্যাকান্ডের ঘটনায় নিহত নুরুল ইসলাম নয়নের ভাই দীন ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের বিরূদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করে।