সীতাকুণ্ডে One Branch One Dedicated LE শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ড. মোঃ জসীম উদ্দিন।

সীতাকুণ্ডে স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসা’র আয়োজনে ও পিএমইউ, বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রজেক্ট পিকেএসএফ এর সহযোগিতায় One Branch One Dedicated LE শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

১৩ সেপ্টেম্বর ( মঙ্গলবার) ২০২২ইং ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম. মফিজুর রহমান মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ড. মোঃ জসীম উদ্দিন।

ইপসা’র প্রধান নির্বাহী মো: আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিকেএসএফ এর মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোঃ আবদুল মতীন।

ইপসা মীরসরাই এরিয়া ম্যানেজার মো: দিদারুল ইসলামের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ইপসা’র পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো: মনজুর মোরশেদ চৌধুরী, কর্মশালার প্রশিক্ষক টেকনিক্যাল কনসালটেন্ট জাহিদ হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ইপসা এরিয়া ম্যানেজার মো: তোফায়েল হোসেন, বিভিন্ন অঞ্চলের এরিয়া ম্যানেজার ও ব্রাঞ্চ ম্যানেজারসহ সংশ্লিষ্ট শাখার এলই সদস্যবৃন্দ।

Bangladesh Rural Water, Sanitation and Hygiene for Human Capital Development Project এর মাধ্যমে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইয়ং পাওয়ার ইন স্যোসাল একশন- ইপসা।

শেয়ার করুন