মাসিক আইন-শৃংখলা কমিটির সভা
রাঙ্গামাটিতে এক মাস সভা-সমাবেশ নিষিদ্ধ

আইনশৃংখলার অবনতি ঘটে এমন আশঙ্কাজনক যে কোনো উত্তেজনাকর কর্মসূচি, সভা-সমাবেশ আগামী এক মাসের জন্য নিষিদ্ধ করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

রোববার (১১ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মানজারুল মান্নান।

সভায় পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের নেতা, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যা এবং তার লাশ উদ্ধারকে কেন্দ্র করে ২ জুন লংগদুতে পাহাড়িদের গ্রামে হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা হয়। এ সময় উপস্থিত প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বলেন, লংগদুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াতে নানা গুজব ও প্রপাগান্ডা রটানো হচ্ছে। এ নিয়ে তৎপর কিছু মহল। অনেকে এটিকে পূঁজি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উস্কানিমূলক স্ট্যাটাস ও মন্তব্য আপলোড দিচ্ছে। ১৬ তারিখে পাহাড়ী জনগণকে রাস্তায় নেমে আসার জন্য আহবান জানিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়েছে একটি পেইজবুক পেইজে ।

সভায় সাংবাদিক সুনীল কান্তি দে, মনিরুজ্জমান মহসিন রানা, হারুন অর রশিদ মাতবর, নুরুল আবচার, চৌধুরী হারুনুর রশীদ ও ফজলুর রহমান রাজন বিভিন্ন সমস্যা বিষয়ে তুলে ধরেন।

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান বলেন, গন গ্রেফতার নয়, সুনিদিষ্ট অভিযোগ এবং ভিডিও ফুটেজ দেখে এই পর্যন্ত ২১ জনকে পুলিশ আটক করেছে পুলিশ।

ইস্যুটি সামনে রেখে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়া হচ্ছে। ফলে এলাকায় টানটান উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। এসবকে কেন্দ্র করে যে কোনো মুহূর্তে ঘটনার পুনরাবৃত্তি বা পরিস্থিতির বড় ধরনের অবনতির আশঙ্কা রয়েছে। তাই সবকিছু বিবেচনায় রেখে শান্তি, সম্প্রীতি নিরাপত্তা ও জানমাল রক্ষায় পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আপাতত এক মাসের জন্য জেলায় মিছিল, সভা, সমাবেশসহ যে কোনো উস্কানিমূলক বা উত্তেজনাকর কর্মসূচি বন্ধ রাখতে নিষেধাজ্ঞা জারির প্রস্তাব দেয়া হয়।

সভায় উত্থাপিত প্রস্তাবে উপস্থিত সবার মতামত ও স্বতঃস্ফুর্ত সমর্থনের বিষয়টি আমলে নিয়ে আগামী এক মাসের জন্য সভা, সমাবেশ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসক।

সভায় তিনি জানান, চূড়ান্ত আলোচনার পর বিষয়টি নিয়ে নোটিসে পরবর্তী সিদ্ধান্ত জারি করা হবে।
জনগণকে গুজবে কান না দেয়ার আহবান জানিয়ে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, যে কোনো মূল্যে শান্তি, সম্প্রীতি রক্ষা করতে হবে। লংগদুর ঘটনা সেখানেই সমাধান দিতে চাই, যাতে কোথাও কোনো পুনরাবৃত্তি ঘটতে না পারে। যারা শান্তি, সম্প্রীতি ও আইনশৃংখলা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন