মেট্রো চেম্বার সভাপতি উদ্বেগ
রপ্তানী আয় ক্ষতিগ্রস্ত করবে পণ্যবাহী যানবাহনে সিএমপি’র নিষেধাজ্ঞা

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। ফাইল ছবি

রপ্তানি পন্যবাহী যানবাহন মহানগরীতে চলাচলে সিএমপি’র নিষেধাজ্ঞা রপ্তানী আয় ক্ষতিগ্রস্থ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। তিনি বলেন, সময় মতো যদি কোন ফ্যাক্টরীর রপ্তানী পণ্য চালান জাহাজ ধরতে না পারে, ওই ফ্যাক্টরীর রপ্তানী আদেশ বাতিল হওয়ার আশংকা থাকে। বড় ডিসকাউন্ট দাবী করে পণ্য ক্রেতা। মেট্রো চেম্বার সভাপতি মনে করেন, এমন নিষেধাজ্ঞায় দেশের রপ্তানী আয় ক্ষতিগ্রস্ত হবে। আর ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরী ঈদে শ্রমিকদের বেতন বোনাস দিতে না পারলে শ্রমিক অসন্তোষ হবে। তাই রপ্তানী পণ্যবাহী যানবহান চলাচলে সিএমপি’র নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানিয়েছেন ওই ব্যবসায়ী নেতা।

সোমবার (১২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে রপ্তানী সংক্রান্ত-তথ্য তুলে ধরা হয়।

সিএমপি’র এমন নিষেধাজ্ঞার ফলে দেশের রপ্তানি বানিজ্য ক্ষতির সম্মুখীন হতে পারে_এমন আশংকা উল্লেখ করে ব্যবসায়ী নেতাদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতিমধ্যে পুলিশ কমিশনারের কাছে রপ্তানি কার্যক্রম বিষয়ে একটি বিবরণ তুলে ধরে অনুরোধপত্র প্রদান করা হয়েছে। এতে নিষেধাজ্ঞা আদেশে রপ্তানি পণ্যবাহী ট্রাক, লরী, কাভার্ড ভ্যানসহ লং ভেহিকেল চলাচল উন্মুক্ত রাখার অনুরোধ জানানো হয়েছে।

মেট্রো চেম্বার সভাপতির দাবী, দেশের  রপ্তানী আয়ের  প্রায় ৩৫ মিলিয়ন ডলার রপ্তানি পন্য চট্টগ্রাম বন্দর দিয়েই যায়। বছরে প্রতিটি রপ্তানী চালানের জন্য বিদেশী ক্রেতা কর্তৃক ১ দিন, একটি ফিডার ভেসেল এবং কলম্বো অথবা সিঙ্গাপুর থেকে একটি মাদার ভেসেলের নাম দেয়া  থাকে। কোন অবস্থাতেই ১ টি দিন বা ঐ ফিডার ভেসেল বা ঐ মাদার ভেসেল ধরতে না পারলে বা কোন রপ্তানি চালানে বর্ণিত ১ টি সিডিউল ফেল করলেই সেই চালান বাতিল হয়ে যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ফ্যাক্টরী থেকে কোন কাভার্ড ভ্যান রপ্তানী পণ্য জাহাজী করনের জন্য বন্দরে মাল নিয়ে যায় না। কাভার্ড ভ্যানগুলি যায় অফডকে (আইসিডিতে)। সেখানেই কন্টেইনার লোড হয়। অফডক থেকে  ঐ কন্টেইনারগুলি লরীতে বন্দরে যায় এবং জাহাজে উঠে। যদি কোন ফ্যাক্টরী কোন রপ্তানী পণ্য চালান জাহাজ ধরতে না পারে, তার রপ্তানী আদেশ বাতিল বা বড় ডিসকাউন্ট হবে, দেশের রপ্তানী আয় ক্ষতিগ্রস্ত হবে  এবং  ঐ ফ্যাক্টরী  ঈদে শ্রমিকদের বেতন/বোনাস দিতে পরবে না । ফলে শ্রমিক অসন্তোষ বাড়বে।

উল্লেখ্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্প্রতি জারী করা নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পূর্বের নিষেধাজ্ঞা পরিবর্তন করে ঈদের আগে ও পরের দিন পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে সব ধরনের রপ্তানি পন্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যানসহ লং ভেহিকেল সকাল ১০ টা হতে রাত ১১ টা পর্যন্ত চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এমনকি বিজিএমইএ ও বিকেএমইএ স্টিকার যুক্ত রপ্তানী যোগ্য গার্মেন্টস পন্যবাহী যানবাহনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

শেয়ার করুন