সীতাকুণ্ডে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘চট্রগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প’র আওতায় প্রকল্প অবহিতকরণ সভা।

‘চট্রগ্রাম বিভাগের জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প’র আওতায় প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস. মোস্তফা আলম সরকার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফুন্নেছা বেগম, ১নং সৈয়দ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এইচ এম তাজুল ইসলাম নিজামী।

সভার স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান।

সিভিক প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন উক্ত প্রকল্পের টিম লিডার খালেদা বেগম।

ইপসার সিভিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ইপসার ডেপুটি ডিরেক্টর ও সিভিক প্রকল্পের ফোকাল পার্সন মোঃ শাহাজান।

এছাড়াও প্রকল্পের পদ্ধতি, প্রকল্পের উদ্দেশ্য, লক্ষ্য, কার্যক্রম এবং স্টেকহোল্ডারদের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন হিন্দু ধর্মীয় নেতা নেপাল কৃষ্ণ ভট্রাচার্য্য ,ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি সৈয়দ মোঃ মোকাম্মেল হক,বৌদ্ধ ধর্মীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা মনিষা’র প্রধান নির্বাহী আজমল হোসেন হিরু।
ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী বক্তব্য রাখেন ইপসা অর্থনৈতিক উন্নয়ন বিভাগের পরিচালক মোঃ মঞ্জুর মোরশেদ চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিক প্রকল্প সমন্বয়কারী (ফিল্ড অপারেশন) মোঃ হারুন।
ইপসার সিভিক প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শাহ সুলতান শামীমের সার্বিক ব্যবস্থাপনায় আরোও উপস্থিত ছিলেন, মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার বন রত্ন তঞ্চঙ্গ্যা, সিভিক প্রকল্পের অর্থ ব্যবস্থাপনা অফিসার মো: নিজামুল হক চৌধুরী, এসোসিয়েট ফিল্ড অফিসার ফরহাদ হোসাইন, শিক্ষক ও শিক্ষার্থী, যুব ক্লাব ও যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন