ঝড়ো-তাণ্ডবে লণ্ডভণ্ড চট্টগ্রামের হালিশহর, নিহত ১

প্রতীকী ছবি

চট্টগ্রাম : রাত তখন প্রায় তিনটা। সেহেরী খেতে ঘুম থেকে জেগে ওঠে হঠাৎ শোঁ শোঁ শব্দ শুনতে পাই। এর মধ্যেই বিদ্যুৎ চলে যায়। চারদিক অন্ধকার। কি যেন বয়ে গেল মাথার উপর দিয়ে। পরে দেখি ঝড়ো-তাণ্ডব চিহ্ন। কারো ঘরে চাল নেই তো কারো ঘরের নেই জানালা।’

মঙ্গলবার (১৩ জুন) শেষ রাতের ভয়াবহ ঝড়ো-হাওয়ায় লণ্ডভণ্ড দক্ষিণ কাট্টলীর বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো: ইসমাইল এভাবেই প্রকাশ করছিলেন_তার অনুভুতি। তার চোখে মুখে তখনো উৎকণ্ঠার ছাপ স্পষ্ট।

স্থানীয়রা বলেন, বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি উপরে পরেছে। ঘরের চালে পরেছে গাছ। অতি বর্ষণের পর মঙ্গলবারের হঠাৎ ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের হালিশহরের বাসিন্দাদের দুর্ভোগের সীমা নেই। দেয়াল পাচা পড়ে মারা গেছেন একজন। তার নাম হানিফ(৪৫) তিনি কাট্টলী বারুনী ঘাটার বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত তিনজন।

ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদ আক্তার চৌধুরী জানান, কলেজ রোড, উত্তর সরাইপাড়া লোহার পুল, সগির চৌধুরী পাড়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওইসব এলাকায় ছোট ছোট ঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন ভবনের জানালার কাঁচও ভেঙে গেছে। উপড়ে পড়েছে বেশ কয়েক স্থানের বিদ্যুতের খুঁটি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, এ ঝড়ে পাহাড়তলী বিতরণ বিভাগের অধীনে হালিশহর এলাকার বিভিন্ন স্থানে অন্তত ২০টি খুঁটি উপড়ে গেছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ৪৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাঙামাটিতে ৬ সেনা সদস্যসহ ৩৬ জন, বান্দরবানে ৭ জন এবং চট্টগ্রামে ১২ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার মধ্য রাতে থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে।

শেয়ার করুন