চট্টগ্রামে পাহাড় ধস : মৃতের সংখ্যা বেড়ে ৭৪
রাঙ্গুনিয়ায় মাটির নিচে চাপা পড়েছে একই পরিবারের ৮ জন

অতি বর্ষণে চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ৭৪জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। শত শত বাড়িঘর ভেঙ্গে গেছে। ভেঙ্গে গেছে বিদ্যুতের খুঁটি গাচ-পালা। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৩ জুন) দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছেন উদ্ধারকর্মীরা।

জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী গ্রামে পাহাড়ধসে দুই পরিবারের আটজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা বলেছেন, মাটির ঘরের ওপর পাহাড় ধসে পড়ায় একই পরিবারের আটজন সেখানে চাপা পড়েছেন।

রাজানগর ইউপির চেয়ারম্যান জানান, প্রবল বর্ষণের কারণে নজরুল ইসলাম ও মোহাম্মদ হোসেনের মাটির ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। সেখানে এখনো চাপা পড়ে আছেন নজরুল, তার স্ত্রী ও দুই সন্তান এবং মোহাম্মদ হোসেন, তার স্ত্রী ও দুই সন্তান।

উদ্ধার অভিযান তদারকিতে ঘটনাস্থলে রয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) কামাল হোসেন। তিনি জানান, ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

নিহতদের মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৯ জন এবং চন্দনাইশে চার, রাঙামাটির সদরসহ কাপ্তাই, লংগদু ও কাউখালীতে ৪৫ এবং বান্দরবানের সদরে ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোর থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭৪ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। এখনও উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা।

নিহতদের মধ্যে উদ্ধার অভিযানে গিয়ে মারা যান দুই কর্মকর্তাসহ ছয় সেনা সদস্য। এ সময় আহত হন বেশ কয়েকজন। তবে এখনও কয়েকজন মাটিচাপায় আটকে আছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। তবে আইএসপিআর’র পক্ষ থেকে চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এখনও নিখোঁজ একজন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

শেয়ার করুন