সীতাকুণ্ডে পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগী সমাবেশ ও আলোচনা সভা, ফ্রি ইনসুলিন বিতরণ

প্রধান অতিথি বক্তব্য রাখছেন সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট ‘ র (SHET) চেয়ারম্যান মাস্টার আবুল কাসেম।

সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির উদ্যোগে মঙ্গলবার বেলা ১২ টায় সীতাকুণ্ডডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগী সমাবেশ ও আলোচনা সভা এবং ফ্রি ইনসুলিন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকু- হেলথ এন্ড এডুকেশন ট্রাস্ট’র চেয়ারম্যান মাস্টার আবুল কাসেম।
বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর মো: জাহাঙ্গীর, সীতাকুণ্ডডায়াবেটিক সমিতির উপদেষ্টা লায়ন একেএম ওয়াহিদী,সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু,সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্টেও নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দীন, সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন হাজী মোহাম্মদ ইউসুফ শাহ, সীতাকুণ্ড বাজার ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারন সম্পাদক মো: বেলাল হোসেন।
লায়ন্স ক্লাব অব সীতাকুণ্ড’র সাবেক প্রেসিডেন্ট লায়ন নুররুল আবছার চৌধুরীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগে প্রশিক্ষণপ্রাপ্ত ডাঃ মোঃ গিয়াস উদ্দিন টিপু।
স্বাগত বক্তব্য রাখেন সীতাকু- ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাজেদুল ইসলাম নাহিম।
ডা: মানিকের সঞ্চালনায় পল্লি চিকিৎসক ও ডায়াবেটিক রোগীদের মধ্যে বক্তব্য রাখেন ডা: এসপি দাস, মোঃ জাহাঙ্গীর, তপন চন্দ্র নাথ,ডা: প্রবাল কর্মকার প্রমুখ।

শেয়ার করুন