নিউ ইয়র্কে বাংলাদেশি কূটনীতিক গ্রেপ্তার

গৃহকর্মীকে নির্যাতন ও মজুরি থেকে বঞ্চিত করার অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসের ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার (১২জুন) তাকে গ্রেপ্তার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শাহেদুল ইসলামের বিরুদ্ধে শ্রমিক পাচার ও বিনা বেতনে নির্যাতনের মাধ্যমে কাজ আদায়ের অভিযোগ আনা হয়েছে।

কুইন্স জেলার অ্যাটর্নি রিচার্ড ব্রাউন এক বিবৃতিতে জানিয়েছেন, কুইন্স সুপ্রিম কোর্টে হাজির করার পর তাঁকে পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে ৫০ হাজার ডলারের বন্ড অথবা নগদ ২৫ হাজার ডলারে তার জামিন ধার্য করে আদালত।

ওই আইনজীবী জানিয়েছেন, শাহেদুলের পূর্ণ কূটনৈতিক দায়মুক্তি নেই। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হতে পারে।

অভিযোগে বলা হয়েছে, ২০১২ থেকে ২০১৩ সালের মধ্যে বাড়ির কাজে সহায়তার জন্য মোহাম্মদ আমিন নামে এক ব্যক্তিকে বাংলাদেশ থেকে নিউইয়র্কে নিয়ে যান শাহেদুল।

বিবৃতিতে বলা হয়, নিউ ইয়র্কে পৌছার পরই আমিনের পাসপোর্ট নিয়ে নেওয়া হয় এবং তাকে দিয়ে দিনে ১৮ ঘণ্টা কাজ করানো হতো। আমিনের সঙ্গে যে চুক্তি হয়েছিল তাতে তাকে বেতন দেওয়ার কথা বলা হয়েছিল। অভিযোগ রয়েছে তাকে কখনোই বেতন দেওয়া হয়নি।’

এতে আরো বলা হয়,‘অভিযোগকারী যদি বিবাদীর আদেশ মানতে অস্বীকৃতি জানাতো তাহলে তাকে মারধর করা হতো। তাকে কখনো হাত দিয়ে আবার কখনোবা জুতা দিয়ে প্রহার করা হতো।’

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক মুখপাত্র রয়টার্সের কাছে দাবি করেছেন, অসৎ উদ্দেশ্য নিয়ে শাহেদুলের বিরুদ্ধে আমিন অভিযোগ এনেছেন। তারা মনে করেন আমিনের অভিযোগ সাজানো ও ভিত্তিহীন।

শেয়ার করুন