জুনিয়র চেম্বার সদস্যদের দেশ বদলে দেয়ার স্বপ্ন দেখার আহবান তথ্যমন্ত্রীর

জুনিয়র চেম্বার সদস্যদের দেশ বদলে দেয়ার স্বপ্ন দেখার আহবান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমরা সবকিছুর পরিবর্তন চাই। তরুণ উদ্যোক্তারাই পরিবর্তনের হাতিয়ার। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। আমরা দেশ বদলের স্বপ্ন দেখি। তরুণরাই দেশ পরিবর্তন করতে পারে।
শনিবার (৪ মার্চ) রাতআটটায় চট্টগ্রাম নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র মোহনা হলে আয়োজিত জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর চেইন হেন্ডওভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, আমি বিশ্বাস করি, পৃথিবীতে কোন কিছুই বাধা নয়। যার প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে, সে সকল বাধা অতিক্রম করতে পারে। ইচ্ছা, প্রচেষ্টা সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলেছে। দারিদ্রত্যা, ভাল চেহারা না থাকা- এটা এগিয়ে যাবার পথে প্রতিবন্ধকতা হতে পারে না। তাই আসুন, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেবার স্বপ্ন দেখি।
তিনি বলেন, কোন কালেই কোন বাধা আমাদের দমিয়ে রাখতে পারেনি। সকল সূচকে আমরা এগিয়ে গেছি। ভারতকে অতিক্রম করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। নতুন উদ্যোক্তা অনেক, তাদের কাছে নতুন নতুন ধারণা আছে। অনেকে ই-কমার্সের সাথে জড়িয়ে কাজ করছে। তরুণরা উদ্যোক্তা হয়ে এগিয়ে আসুক, তাদের মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাক এটাই আমরা চাই।
অনুষ্ঠানে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের সদ্যবিদায়ী প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, এখানে অনেক তরুণ উদ্যোক্তা আছে, যাদের চোখের দিকে তাকালে আমি আশার আলো খুঁজে পাই। গত ১১ বছরে জেসিআই অনেক দূর এগিয়েছে। তরুণদের নিয়ে তরুণদের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে জেসিআই। এখানে যারা কাজ করছে সবাই ডায়নামিক। সবাই নিজের পকেটের টাকা খরচ করে কাজ করে যাচ্ছে। এখানে যারা কাজ করছে সবাই মেধাবী। সবাই সফল উদ্যোক্তা। আমরা তারুণ্যের শক্তি দিয়ে তরুণদের জীবন মান উন্নয়নে কাজ করে যাবো।
এসময় চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম, জেসিআইয়ের ফার্স্ট প্রেসিডেন্ট শান সাহেদ, গিয়াস উদ্দীনসহ জেসিআইয়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন