সীমা অক্সিজেন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজনে মৃত্যু হয়েছে।

রবিবার (৫ মার্চ) রাত  ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসসিউতে চিকিৎসাধীন অবস্থায় প্রবেশ লাল শর্মা (৫৫)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

বিস্ফোরণে নিহত অন্য ৬ জন হলেন-লক্ষ্মীপুরের কমলনগর এলাকার মহিজল হকের ছেলে সালাউদ্দিন (৩৩), নেত্রকোনার কলমাকান্দা এলাকার খিতিশ রংদীর ছেলে রতন নকরেক (৫০), নোয়াখালীর সুধারাম এলাকার মৃত মকবুল আহমদের ছেলে মো. কাদের মিয়া (৫৮), সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মৃত বিম রুগার ছেলে সেলিম রিছিল (৩৯), একই এলাকার মৃত ইসমাইলের ছেলে শামসুল আলম (৬৫) এবং সীতাকুণ্ডের জাফরাবাদ এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. ফরিদ (৩২)।

সীমা অক্সিজেনের শ্রমিক প্রবেশ লাল শর্মার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর উল্লাহ আশেক।

তিনি বলেন, মারা যাওয়া ওই শ্রমিকের বাড়ী সীতাকুণ্ড থানার ভাটিয়ারি ৬ নং ওয়ার্ডে। তার বাবার নাম মৃত মতি লাল শর্মা। ওই অক্সিজেন প্ল্যান্টের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন তিনি।

উল্লেখ্য- শনিবার (৪ মার্চ) বিকেল চারটার দিকে চট্টগ্রামে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই প্ল্যান্ট ও পাশের তিন তলা অফিস ভবনে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। মারা যায় ৭ জন

শেয়ার করুন