মানবিকতার সঙ্গে রাজনীতি না মেশানোর আহবান সেতুমন্ত্রীর

রাঙ্গামাটি পরিদর্শনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা দুর্যোগ, সবাই সম্মিলিতভাবেই তা মোকাবিলা করতে হবে।’ পাহাড় ধসের কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির মতো মানবিকতার ঘটনার সঙ্গে রাজনীতি না মেশানোর আহ্বান জানান মন্ত্রী।

বুধবার (১৪ জুন) দুপুরে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনশেষে জেলা প্রশাসক কার্যালয়ে ত্রাণ বিতরণকালে সেতু মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মিত না হওয়া পর্যন্ত তাদের জন্য সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে।’

এর আগে মন্ত্রী শহরের মানিকছড়ি, শিমুলতলি,ভেদভেদীর ক্ষতিগ্রস্ত এলাকা ও রাঙামাটি সদর হাসপাতালের চিকিৎসাধীন আহতদের দেখতে যান। এসময় তার সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় নেতা অসীম কুমার উকিল, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল চৌধুরী উপস্থিত ছিলেন।

এদিকে রাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত ১০১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও উদ্ধার অভিযান চলছে। শহরের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিসকর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

শেয়ার করুন