আমজনতা খেলাফত পার্টির স্মরণসভা ও ইফতার মাহফিলে বক্তারা
দেশে স্থায়ী শান্তি আসবে মদিনা সনদ ও ’৭২ এর সংবিধান প্রতিষ্ঠায়

আমজনতা খেলাফত পার্টির স্মরণসভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ আ ম হায়দার আলী চৌধুরী। ছবি : নয়াবাংলা

ভারতের স্বাধীনতা সংগ্রামী নেতা চট্টলার কৃতিসন্তান তৎকালীন  যুক্তফ্রন্ট সরকারের কেন্দ্রীয় সংখ্যালঘু ও স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট নুরুল হক চৌধুরী এবং ভারতের স্বাধীনতার সংগ্রামী নেতা ম্যাজিস্ট্রেট মোজাহেরুল হক চৌধুরী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (১৪ জুন) বিকাল ৫টায় আমজনতা খেলাফত পার্টির উদ্যোগে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ আ ম হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে ও মদিনা ইসলামী মিশন বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা নিজাম উদ্দিন আশরাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ সুফী সিরাজদ্দৌলা আলচিশতী (ম.জি.আ)।

প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ধর্মতত্তবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী, বিশেষ অতিথি ছিলেন কদলপুর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা নেজাম উদ্দিন শাহ, বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী, ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুছাফা আলকাদেরী, শারদাঞ্জলি ফোরাম চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কুমার শীল, বাংলাদেশ গীতাশিক্ষা কমিটির চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি কালিপদ ঘোষ, বিশিষ্ট শ্রমিক নেতা ও ভাসানী ফাউন্ডেশনের আহবায়ক ছিদ্দিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বিজয় ’৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ আর.কে রুবেল, সাংবাদিক কামাল হোসেন, আমজনতা খেলাফত পার্টির নেতা এ.কে.এম সাফিজল ইসলাম, শারাধাঞ্জলি ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক অধ্যাপক রিপন সরকার, বিশিষ্ট ভাস্কর ডি.কে দাশ মামুন, কমলেন্দু শীল, রমু বাবু, ডাঃ তপন পালিত, আলহাজ্ব আবদুল্লাহ মিয়া, এনামুল হাসান, ইঞ্জিনিয়ার মো. হোসান মুরাদ।

সভায় বক্তারা বলেন,  এডভোকেট নুরুল হক চৌধুরী ও ম্যাজিস্ট্রেট মোজাহেরুল হক চৌধুরী  দু’খ্যাতিমান ব্যক্তিত্ব ভারতীয় উপমহাদেশের তৎকালীন রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের বংশ পরস্পর আজ চট্টগ্রাম তথা বাংলাদেশের রাজনীতিতে অবদান রেখে চলেছে। ম্যাজিস্ট্রেট মোজাহেরুল হক চৌধুরীর সন্তান বীর মুক্তিযোদ্ধা অ আ ম হায়দার আলী চৌধুরী মদিনা সনদের ভিত্তিতে ১৯৭২ সালের সংবিধান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে  বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করতে অসম্প্রদায়ীক ও ধর্মনিরপেক্ষ চেতনার রাজনৈতিক সংগঠন  আমজনতা খেলাফত পার্টি প্রতিষ্ঠা করেছেন।

বক্তারা আরো বলেন, বর্তমানে রাজনীতির নামে ধর্মব্যবসায়ীরা যেভাবে রাজনীতি করে যাচ্ছেন সেই রাজনীতিতে দেশের কোন কল্যাণ বয়ে আনবে না। দেশকে আধুনিক, সুন্দর, সুখী সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হলে অচিরেই সকলকে সর্বসেরা ধর্মনিরপেক্ষ মতবাদ মদিনা সনদের ভিত্তিতে ’৭২ এর সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তা না হলে দেশে কখনো স্থায়ী শান্তি ফিরে আসবে না।

 

শেয়ার করুন