রাঙ্গামাটিতে আরো ৩ লাশ উদ্ধার বিদ্যুৎ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসের ঘটনায় তৃতীয় দিনে নিখোঁজ সেনা সদস্য আজিজসহ ৩ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকাল থেকে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ৩টি স্থান থেকে লাশগুলো উদ্ধার করে। এর মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা রয়েছে। এপর্যন্ত রাঙ্গামাটিতে নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জন।

শুক্রবার (১৬ জুন) বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রী রাঙ্গামাটি বান্দরবানের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের কথা রয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বেড়ে গেছে নিত্যপণ্যের দাম। আবার কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে দাম বাড়িয়ে দেয়ায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে রাঙ্গামাটিতে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৩টি আশ্রয় কেন্দ্রে ঊনিশ’ আশ্রয়প্রার্থীকে তিনবেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে। বলা হয়েছে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র খোলা থাকবে।

এনজিও সংস্থা রেড ক্রিসেন্ট কোন ধরনের উদ্ধার তৎপরতা না দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। মোবাইল নেটওয়ার্ক বিঘ্ন ঘটায় টেলিযোগাযোগ ব্যহত হচ্ছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ের মাটি ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। যে কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। পানি ও বিদ্যুৎ সংকটে মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।

সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা শহরের ভেদভেদী যুব প্রশিক্ষণ কেন্দ্র, মনোঘর, লোকনাথ মন্দির এলাকা, শিমুলতলী, রূপনগর, মানিকছড়ি এলাকাসহ আশেপাশে এলাকায় আরো নিখোঁজ-নিহতের সন্ধ্যানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক এর শাল বন এলাকায় ১০০ মিটার রাস্তা ৩০ ফুট জায়গা পাহাড়ের নীচে তলিয়ে গেছে। রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ১০০ মিটার রাস্তা ৪০ থেকে ৫০ ফুট গভীরে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল থেকে ক্ষতিগ্রস্থ মুল সড়কের পাশে পাহাড়ে পুনরায় কেটে বাইপাস করে সড়ক তৈরীর চেস্টা করছে সেনা বাহিনী ও সড়ক বিভাগের কর্মীরা।

রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের ক্ষতিগ্রস্থ স্থান সমূহে মাটি সরানোর কাজ শুরু হলেও এখনো সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে ভাঙ্গন ও পাহাড় ধ্বসের কারণে সড়ক যোগাযোগ বিছিন্ন রয়েছে।