সুয়াবিল চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ফটিকছড়ির ভুজপুর থানার ১১ নং সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইমাজ উদ্দিন জেম কর্তৃক চুরিকৃত ভূয়া চেক দ্বারা হয়রানি চাঁদাবাজি ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

রোববার (১৬ এপ্রিল) চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ রমজান আলী।

লিখিত বক্তব্য তিনি বলেন-আমি একজন শান্তিপ্রিয় আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যাক্তি কৃষি ও টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে জীবনযাপন করছি। আমার বড় ছেলে প্রবাস থেকে টাকা পাঠানোর জন্য ইউসিবিএল ব্যাংক, নাজিরহাট শাখায় একটি একাউন্ট করি। আমি অক্ষরজ্ঞানহীন হওয়ায় সরল বিশ্বাসে আমার প্রতিবেশী মোহাম্মদ ইলিয়াছ, পিতা-দবির আহমদ কে আমার চেক বইয়ের লিখতে দিই। উক্ত ব্যাক্তি ইলিয়াছ সে সুযোগে বিগত ২০২২ সনে আমার চেক বই হতে ১১১৪৬৬৮ একখানা চেক আমার স্বাক্ষর ছাড়া চুরিকরে ১১ নং সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন নিকট হস্তান্তর করেন। উক্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন ফটিকছড়ি পৌরসভার ইমাজ উদ্দিন জেম এর নামে ৪০,০০,০০০(চল্লিশলক্ষ) টাকা আমার স্বাক্ষরবিহীন চেকে লিখে ২৫/০৮/২০১২ইং সুয়াবিল ইউনিয়ন পরিষদে আমাকে ডেকে নিয়ে আমার নিকট ৪০,০০,০০০ (চল্লিশলক্ষ) টাকা দাবি করে এবং আমাকে গুলি করে মেরে ফেলার হুমকি প্রদান করেন। আমি উক্ত কথা শুনের হতভম্ব হয়ে যাই। ইমাজ উদ্দিন জেম কে ইতিপূর্বে আমি কখনো দেখিও নাই এবং আমার পরিচিত ও নই। এই ব্যাপারে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ব্যাংক কে মৌখিক ভাবে অবহিত করি। এবং মাননীয় সচিব, স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন সমবায় মন্ত্রনালয়, মাননীয় মহা পুলিশ পরিদর্শক, ঢাকা মাননীয় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম ও মাননীয় উপ মহা পুলিশ পরিদর্শক চট্টগ্রাম বরাবরে উপরোক্ত চুরিকৃত ভুয়া চেক দ্বারা হয়রানি হুমকি প্রদান ও নির্যাতনের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ সহকারে আবেদন করি। উল্লেখ্যে যে উক্ত চেকের বিষয়ে আমি মাননীয় সচিব স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবরে যে অভিযোগ প্রদান করেছিলাম সচিব মহোদয় আমার অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য পুলিশ সুপার চট্টগ্রামকে নির্দেশ প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী ও পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুন্ড সার্কেল এবি এম রায়হানুল বারী কে তদন্তের জন্য মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম নির্দেশ প্রদান করেন ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এ.বি.এম রায়হানুল বারী কর্তৃক তদন্তের প্রতিবেদনে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেন যে আমার দ্বারায় ইউ সি বি ল ব্যাংক এর ৪০,০০,০০০ (চল্লিশলক্ষ) টাকা চেক প্রদানের বিষয়ে কোন ধরণের সত্যতা পাওয়া যায় নাই। পরবর্তীতে আমি বাধ্য হইয়া ১১নং সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান ও ইমাজ উদ্দিন জেম মোহাম্মদ শহীদ উল্লাহ্, ডাঃ মোঃ খোরশেদুল আলম ও মোহাম্মদ শফিউল আলম ও মোহাম্মদ ইলিয়াছে ও মোহাম্মদ মিয়াজানকে আসামী করে জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালাতে একখানা ফৌজদারী অভিযোগ দায়ের করি । বিজ্ঞ আদালত উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত করার জন্য ডিবি চট্টগ্রাম জেলা শাখাকে দ্বায়িত্ব প্রদান করে। আমার নিকট হইতে চুরিকৃত ভূয়া চেক নিয়ে ইমাজ উদ্দিন জেমস্ চেয়ারম্যান জয়নাল আবেদীন সহ প্রত্যেকের যোগসাজসে ইমাজ উদ্দিন জেমস্ এর মাধ্যমে আমার বিরুদ্ধে এন.আই. এ্যাক্টের ১৩৮ ধারা মতে একখানা ফৌজদারী অভিযোগ দায়ের করে। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানি মূলক । বর্তমানে চেয়ারম্যান জয়নাল আবেদীন সহ ও তাঁর বাহিনী দ্বারা বাড়ি ও বসত ভিটা ত্যাগ করার জন্য প্রতি নিয়মিত প্রাণনাশের হুমকি প্রদানে আমি এবং আমার পরিবার ভয়ে লোকচক্ষুর অন্তরালে মানবেতর জীবন যাপন করছি। কৃষিকাজ ও আয় রোজগারের প্রতিনিয়ত বাঁধার সম্মুখীন হচ্ছি। দেশ রত্ন বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন উপরোক্ত বিষয়ে সঠিক তদন্তপূর্বক ১১নং সুয়াবিল ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন সহ সকল আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে আমাদের জীবনের নিরাপত্তা ও নির্বিঘ্নে জীবন যাপন করার ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।

শেয়ার করুন