সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮টায়

প্রতিবছরের ন্যায় এবারোও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের তত্বাবধানে সীতাকুণ্ড পৌরসভার ব্যবস্থাপনায় সীতাকুণ্ড উপজেলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ০৮ টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

১৮ এপ্রিল ২০২৩ বিকাল ২ টায় সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদগাহ কমিটির এক সভা সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেনের সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা বদিউল আলম, ঈদগাহ কমিটির সদস্য যথাক্রমে সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, সদস্য মাওলানা নুরুল কবির,অধ্যক্ষ যুবাইদিয়া ইসলামীয়া মহিলা মাদ্রাসা,সদস্য মফিজুর রহমান, কাউন্সিলর ৮নং ওয়ার্ড, সদস্য দিদারুল আলম এ্যাপোলো, কাউন্সিলর ৬নং ওয়ার্ড ও সদস্য মোহাম্মদ বেলাল হোসেন,সাধারণ সম্পাদক, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতি।

সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ হলো:  ১ প্রতি বছরের ন্যায় সীতাকুণ্ড পৌরসদর উত্তর বাজার পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল ৮-০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। ২ খতিবের দায়িত্ব পালন করবেন মাওলানা মোঃ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সীতাকুণ্ড কামিল এম এ মাদ্রাসা। সহকারী ঈমামের দায়িত্ব পালন করবেন মাওলানা মোঃ জসীম উদ্দীন,খতিব,সীতাকুণ্ড উপজেলা জামে মসজিদ।  ৩ সীতাকুণ্ড পৌরসদরের আশে পাশে আর কোন পবিত্র ঈদুল ফিতরের জামাত না করে সীতাকুণ্ড পৌরসদরে কেন্দ্রীয় প্রধান জামাতে ধর্মপ্রাণ মুসল্লী ভাইদের প্রতি অনুরোধ করা হয়েছে।  ৪ ঈদের আগের দিন মাইকিং করে জামাতের সময় সূচি পৌরসভা এলাকায় প্রচারের সিদ্ধান্ত হয়।

সীতাকুণ্ড কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো: শাহাদাত হোসেন  সভার সিদ্ধান্তের বিষয় নিশ্চিত করেছেন এসময় সকল মুসল্লীদের ঈদের শুভেচ্ছ জানিয়ে বলেন সভার সিদ্ধান্ত সমুহ সবাই সহযোগিতা করলে সুন্দর একটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন