পাহাড়ধসে দুর্গতদের মাঝে ইফতার আয়োজনের অর্থ বিলিয়ে দেবে জেলা পুলিশ

চট্টগ্রাম : প্রাকৃতিক বিপর্যয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারানো মানুষের প্রতি সমবেদনা জানিয়ে পূর্বনির্ধারিত ইফতার ও দোয়া মাহফিল স্থগিত করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। ইফতার মাহফিলের জন্য বরাদ্দ করা অর্থ দুর্গতদের মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইফতার ও দোয়া মাহফিল স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে আমন্ত্রিতদের কাছে দু:খ প্রকাশ করেছেন জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা।

শনিবার (১৭জুন) নগরীর জিইসি কনভেনশন সেন্টাওে ইফতার মাহফিলের আয়োজন করেছিল জেলা পুলিশ। পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসও এই আয়োজনে ছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল বর্ষণে পাহাড়ধসে মর্মান্তিক মানবিক বিপর্যয়ে রাঙ্গুনিয়ায় ২৪জন, চন্দনাইশে ৪জন, রাউজানে ৩জন, ফটিকছড়ি এবং বাঁশখালিতে ২জন করে মোট ৩৫জনের প্রাণহানি হয়েছে।

জেলার বিভিন্ন এলাকায় মানুষ এখনো পানিবন্দি অবস্থা আছে। ঝড়ে গাছপালা রাস্তায় ভেঙ্গে পড়ায় বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ভয়াবহ প্রকাৃতিক দুর্যোগ বিপর্যস্ত মানুষ মানবেতন জীবন যাপন করছে। এই অবস্থায় জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে।

 

শেয়ার করুন