উন্নয়নের গতিরোধের পাঁয়তারা হলে যুবলীগ প্রতিরোধ গড়ে তুলবে: নোবেল

চট্টগ্রামে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যুবলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী চট্টগ্রামে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ মে) বিকেলে মহানগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে একটি বিশাল র‍্যালি নগরের কর্নেলহাট থেকে শুরু হয়ে সিডিএ এলাকা প্রদক্ষিণ করে সিটি গেইটে শান্তি সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

শান্তি সমাবেশে নগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, ২০০৮ সালের নির্বাচনে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গণমানুষের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে এদেশের উন্নয়নের নতুন ভোরের সূচনা করেন জননেত্রী শেখ হাসিনা। গত ১৪ বছরে মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষনতার সঙ্গে যে ধারাবাহিকতায় সারা দেশের যে উন্নয়ন করে যাচ্ছেন তা ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে প্রসংশনীয়।

এরমধ্যে আমাদের দেশে অবস্থানরত রাজাকারের বংশধরেরা আসন্ন নির্বাচন নিয়ে জননেত্রীর আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে শংখিত। কিন্তু তারা জানেনা যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন শুধু আওয়ামী লীগের নেত্রী নয়, জননেত্রী এখন এদেশের গণ মানুষের নেত্রী।

ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, দেশের ও গণমানুষের উন্নয়নের ধারাবাহিকতার গতিরোধ করার পাঁয়তারা যেখানে হবে যুবলীগ সেখানে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে দিন-রাত প্রস্তুত রয়েছে।

শান্তি সমাবেশে ও মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিন মো. সাইফুদ্দিন সাইফুল, সাবেক সহ সভাপতি এম এ কুতুবউদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি নাছিরউদ্দিন ফাহিম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সৈয়দ, মহানগর যুবলীগের সাবেক সদস্য সাইফুর রহমান রাজু,দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু শাহাদাত সায়েম, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা বাহাদুর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জিয়া উদ্দিন লুভন, ১০নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, সেচ্ছাসেবক লীগ নেতা রাজীব দাশ, মহানগর যুবলীগ নেতা ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, শুলকবহর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক-সম্পাদক আজিজুর রহমান, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, আকবরশাহ্ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা আজাদ, তারেক সিদ্দিকী, রুবেল, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, এসএম ফারুক, আরিফ, ফারুক, ৯নং ওয়ার্ড যুবলীগ নেতা মামুন, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, রাশেদ,আশফাক সিদ্দিকী, ১০নং মনির,সানি,তকি, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুদ্দিন মানিক, সেলিম,সোহেল মাহমুদ, ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু,সাব্বির, রাজু , মহানগর ছাত্রলীগের নাট্য বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজাম, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আরদীন, কোতোয়ালি থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, উপ তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, ২১নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রতন, তামিম, ৯নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ, সিদ্ধার্থ, ১২নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ইরফান, আকিল, আশিক, কালাম , ১০নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা জহির, পিয়াল প্রমুখ

শেয়ার করুন