খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন
পরিবহণ শ্রমিকদের হয়রানী বন্ধে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

ট্রাক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন। ছবি : প্রতিনিধি

সড়কে লাগামহীন চাঁদাবাজি,পথে পথে শ্রমিকদের হয়রানী ও কুমিল­ার দাউদকান্দি বড় দাগোহারহাট এলাকায় ওজন পরিমাপের নামে হয়রানীর অভিযোগ এনে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন করেছে সড়ক পরিবহণ সমবায় সমিতি লিমিটেড ও জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার ১৬ জুন দুপুরে ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পরিবহণ শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করে বলেন, দেশজুড়ে সড়কে লাগামহীন চাঁদাবাজী ও বিভিন্ন ধরনের হয়রানীতে অতিষ্ঠ হয়ে উঠেছে অসহায় পরিবহণ শ্রমিকরা। যে শ্রমিকরা প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ যাত্রীসহ মালামাল দেশের এ প্রান্ত থেকে ঐ প্রান্তে পৌছে দিচ্ছে তারাই আজ সকলের কাছে অবহেলিত। সড়কে তারা দিনের পর দিন লাঞ্চিত, বঞ্চিত হলেও তাদের দেখার যেন কেউ নেই।

কিছু দুস্কৃতিকারী সড়কে নিজেদের পকেট ভারী করতে ওজন পরিমাপের নামে শ্রমিকদের হয়রানী করছে। এছাড়াও সড়কে পুলিশ ও মাস্তানদের চাঁদাবাজির এখন তুঙ্গে। পার্বত্যাঞ্চলের খাগড়াছড়িতে বর্তমানে পরিবহণ শ্রমিকরা অনাহারে অর্ধহারে জীবন যাপন করলেও খবর নেয়না কেউ। তাই পরিবহণ শ্রমিকদের জন্য ন্যায্য মুল্যের রেশন কার্ড ব্যবস্থা চালুর দাবী জানান পরিবহণ চালক ও শ্রমিক নেতারা।

সারাদেশের মানুষের সুখে-দু:খে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে পায়। পরিবহণ শ্রমিকদের দিকে তিনি একটু সুদৃষ্টি দিলেই এ অসহায় ও খেটে খাওয়া শ্রমিকরা অনাহারে অর্ধহারের জীবন যাপন কাটানোর হাত থেকে রক্ষা পাবে। এছাড়াও শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানসহ সড়কে হয়রানী বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আর্কষণ করে, খাগড়াছড়ি চালক সমবায় সমিতির সভাপতি মনোতোষ ধর ও খাগড়াছড়ি ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি স্বপন কুমার সাহা।

 

শেয়ার করুন