চট্টগ্রামস্থ সাতকানিয়া-লোহাগাড়া ছাত্র-যুব কল্যাণ পরিষদ
ইফতার ও পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণ

‘সাতকানিয়া-লোহাগাড়া ছাত্র-যুব কল্যাণ পরিষদ’র উদ্যোগে ইফতার ও পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণ। ছবি : নয়াবাংলা

“চট্টগ্রামস্থ সাতকানিয়া-লোহাগাড়া ছাত্র যুব পরিষদ”এর উদ্যোগে ইফতার ও পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: মুরিদুল আলম রুবেল। সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মায়মুন উদ্দিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ মোতালেব সি.আই.পি এবং বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের সিআইও (সিএসবি) উৎপল বড়ুয় দীপু, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন মিনহাজ।

অনুষ্ঠানে সাতকানিয়ার কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের নব নির্বাচিত সদস্য মোরশেদুল আলম শিকদারকে সংবর্ধনা প্রদান করা হয়।  এতে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বিশ্বজিৎ দাশ গুপ্ত, তারেকুল ইসলাম মাসুদ, মিনহাজ উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক শরফুল ইসলাম মাহী, বোরহান উদ্দিন, ফয়সাল মাহমুদ। সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতীম, মিজান শাইখ, মো: হোসেল, লিটন, রায়হান, সাখাওয়াত, শাকিল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাস মাহে রমজান। রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। তাই প্রত্যেক মানুষকে রমজানের ফজিলত অনুধাবন করা উচিত।

বিশেষ অতিথি কুতুব উদ্দিন তার বক্তব্যে বলেন, সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। মানুষকে মানুষের পাশে দাঁড়িয়ে সুখ দুঃখ ভাগাভাগি করতে হবে। তাই একজন রোজাদারের মুখে ইফতার তুলে দিতে পারাটাই একজন মুসলমানের পবিত্র কর্তব্য।
সংগঠনের সভাপতি মো: মুরিদুল আলম বলেন, এটি সিয়াম সাধনের মাস। রহমত, বরকত ও নাজাতের মাস। তাই এই মাসে আমরা প্রত্যেকেই মিলিত হতে পেরে ইফতার ও পথ শিশুদের ঈদ বস্ত্র বিতরণ করতে পেরে সংগঠনের সকল সদস্যদের প্রতি আমি কৃতজ্ঞ।

শেয়ার করুন