প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম আমি আবারও জাতীয় দলে খেলছি

facebook sharing button
twitter sharing button
messenger sharing buttonsharethis sharing buttonঅভিমান ভেঙে আবারও জাতীয় দলে ফিরলেন তামিম। সম্ভাবনাই সত্য হলো। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আবারও জাতীয় দলের জার্সিতে ফেরার আভাস দিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। শুক্রবার (৭ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান চট্টগ্রামের এই খেলোয়াড়।প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে তামিম বলেন,‘আমি আবারও জাতীয় দলে খেলছি। তবে যেহেতু আমি এখনও ফিট নেই এবং মানষিক অবস্থা ভালো না তাই আমাকে দেড় মাস বিশ্রাম দেয়া হয়েছে। এরপর আবারও জাতীয় দলে খেলছি। তিনি আরও বলেন,‘আমি প্রধানমন্ত্রীর কথা পেলতে পারিনা। তিনি ক্রিকেট ভালো বাসেন।’এর আগে বৃহস্পতিবার অভিমানে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর সরব হয়ে উঠেছে দেশের ক্রীড়াঙ্গন। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমকে নিয়ে ক্রিকেটীয় স্মৃতি এবং আবেগমাখা পোস্ট দিয়ে যাচ্ছেন ভক্তরা।এর মাঝেই গুঞ্জন ওঠে তামিমকে ডিনারে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর তিনটার পর গণভবনে প্রবেশ করেন তামিম, ও  তামিমের স্ত্রী,মাশরাফি বিন মুর্তজা ও বোড সভাপতি নাজমুল হাসান পাপন। সেখান থেকে ৫টা ৪০ মিনিটে বেড় হয়ে সংবাদিকদের নিজের ফেরার বিষয়ে কথা বলেন।জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী। তামিম ইকবালের সঙ্গে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আছেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও। শুক্রবার সকালেই চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন তামিম। এরপর দুপুরে মাশরাফির সঙ্গে তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

 

শেয়ার করুন