প্রবাসী পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

 চট্টগ্রাম নগরীর দেবপাহাড় আবাসিক এলাকায় প্রবাসী পরিবারের সদস্যদের ওপর চকবাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা হামলা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগী পরিবারটি। বুধবার (১২ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে এ সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় ওই প্রবাসী মোহাম্মদ ইউছুপ মিয়া ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী ইউছুপ মিয়া। তিনি সাংবাদিকদের বলেন, তিনি এবং তার বড় ভাই মোহাম্মদ হানিফ দুই জনই প্রবাসী। তিনি পরিবার নিয়ে আমেরিকা থাকেন এবং তার ভাই হানিফ পরিবার নিয়ে দুবাই থাকেন। দুই ভাই মিলে দুই গন্ডা জায়গা ২০০৪ সালে নগরীর দেবপাহাড় আবাসিক এলাকায় কাশেম ভিলা সংলগ্ন ক্রয় করেন। প্রবাসে থাকার কারণে ওই জায়গা দেখাশোনা করেন ছোট ভাই মোহাম্মদ ইউনুচ। জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যা ৭ টায় চকবাজার এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী তাদের পরিবারের সদস্যদের উপর হামলা করে। তাদের দাবি প্রবাসী বলে তাদেরকে চাঁদা দিতে হবে। এর আগে গত ৪ জুলাই ওই সন্ত্রাসীরা ১০০-১২০ জন সন্ত্রাসী নিয়ে আমাদের বাড়িতে এসে ২০,০০,০০০ (বিশ লক্ষ টাকা) চাঁদা দাবি করে। এ সময় সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি জানায়, ওই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা তাদের বাড়ি দখলের চেষ্টা চালায় এমন দাবি করেন তারা। যার ভিডিও ফুটেজ ও ছবি রয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে চকবাজার থানায় একটি সাধারণ ডায়রিও করা হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। চকবাজার থানায় সাধারণ ডায়রি পর্যালোচনা করলে দেখা যায়, সেখানে চকবাজার থানাধীন দেবপাহাড় এলাকার স্থায়ী বাসিন্দা মোজাহেরুল ইসলাম (৬৫) ও সিরাজউদ্দৌলা চন্দনপুরা এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ ফোরকান (৬০) সহ ২ জনকে অজ্ঞাত জানিয়ে হুমকি প্রদান করছে এমন একটি সাধারণ ডায়রি করেছেন চলতি বছরের ২৮ জুন তারিখে ভুক্তভোগী মোহাম্মদ ইউনুচ। ভুক্তভোগীরা জানান, বর্তমান পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মিথ্যা ও বানোয়াট চুরির মামলা করেও তাদের পরিবারের সদস্যদের হররানি করছেন প্রভাবশালী ওই সন্ত্রাসীরা। এ সময় ভুক্তভোগীরা প্রধানমন্ত্রী, ভূমিমন্ত্রী ও স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা সহ আইনগত সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান।

শেয়ার করুন