বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল আলম চৌধুরীর পরিবারের সংবাদ সম্মেলন

বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল আলম চৌধুরীর পরিবারকে বিনা নোটিশে উচ্ছেদ, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে আজ সকাল ১১ টায় চট্রগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে পরিবারের পক্ষে এক প্রতিবাদে সংবাদ সম্মেলন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল আলম চৌধুরীর ভাই নুরুল আলম চৌধুরী। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার পিত্যতুল্য বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল আলম চৌধুরী ছিলেন চট্রগ্রাম সিটি কলেজের ডিগ্রীর ছাত্র। ছিলেন তুখোড় ছাত্রনেতা। সে চট্রগ্রামের রাউজানে ১ নং সেক্টরে যুদ্ধে যোগ দেন। দেশ স্বাধীন হওয়ার কিছুদিন আগে ১৯৭১ সালের ১০ ই ডিসেম্বর রাউজানের আমির আলী হাটে তিনি যুদ্ধরত অবস্থায় শহীদ হন। যুদ্ধে আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ শামসুল আলম চৌধুরীর আত্নত্যাগের স্বীকৃতি প্রদান স্বরুপ শেখ মুজিবুর রহমান  আমাদের পরিবারকে  মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে একটি জমি বন্দোবস্ত দেয় যা ১৭৭, জাকির হোসেন রোড বাই লেইন,শাহী জামে মসজিদের উত্তর পার্শ্বে অবস্থিত। এই জায়গাটি আমরা পাওয়ার পর থেকে একটি প্রভাবশালী সংঘবদ্ধ চক্র সম্পত্তিটি হাতিয়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগে যায়, তারা বিভিন্ন জাল দলিল বানিয়ে ভিভিন্ন মামলা দিয়েে আমাদের জিম্মি করে ও প্রশাসনকে ভুল বঝিয়ে উচ্ছদ করে।  উক্ত জায়গাটি আমরা যেনো আবার ফিরে পাই তাই আপনারা সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন