ঝুঁকিপূর্ণ সবতি সরিয়ে নিতে প্রশাসনের অভিযান অব্যাহত
আবারও পাহাড় ধস : রামগড়ে দুই সহোদরের মৃত্যু

খাগড়াছড়িতে পাহাড় ধসের পর উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি : প্রতিনিধি

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে জেলার রামগড় উপজেলায় পাহাড় ধসে দুই সহোদর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রবিবার (১৮ জুন) ভোর ৫ টার দিকে টানা বর্ষনের কারণে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বুদুংছড়া এলাকায় বসতঘরের পাশ্ববর্তী পাহাড় ধসে পড়লে মোঃ মোস্তফার দুই ছেলে মোঃ নুরনবী (১৪) ও মোঃ হোসেন (৯) ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পরে মারা যায়।

রামগড় থানার  অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম পাহাড় ধসে দুই সহোদয়ের মৃত্যের বিষয়টি নিশ্চিত করেছেন।  যুব রেড ক্রিসেন্টের রামগড় উপজেলার যুব প্রধান মোঃ করিম শাহ জানান, খবর পেয়ে তাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়ে দুই সহোদরের মৃতদেহ উদ্ধার করে।  রামগড়ে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারনে আরো পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

টানা বর্ষণে খাগড়াছড়ি জেলা সদরসহ ৯ উপজেলার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধস।  পাহাড় ধসের ঝুঁকিতে বসবাস করছে প্রায় সহস্রাধিক পরিবার।

এদিকে, পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশ ও ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের অন্যত্র সরিয়ে নিতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।  ইতিমধ্যে খাগড়াছড়ি জেলা সদর ও মানিকছড়ি উপজেলায় খোলা হয়েছে তিনটি আশ্রয় কেন্দ্র ।  পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পৌর শহরের, কলাবাগান, নেন্সিবাজার, শালবন, হরিনাথ পাড়া গ্যাপ, আঠার পরিবার এলাকা থেকে অভিযান চালিয়ে পাহাড়ের পাদদেশে বসবাসকারী ৩০ টি পরিবারকে সরিয়ে নিয়ে আসা হয় আশ্রয় কেন্দ্রে।

খাগড়াছড়িতে পাহাড় ধসে নিহত দুই সহোদর। ছবি : প্রতিনিধি

অন্যদিকে মানিকছড়ি উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ২৩ পরিবারকে দুইছড়ি পাড়া ও মুসলিম পাড়ার দু’টি আশ্রয় কেন্দ্রে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিনীতা রাণী।  এছাড়া দুইছড়ি গ্রামের আগামপাড়ায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে ভাঙ্গন দেখা দেয়ায় স্থানীয় একটি বিহারে ১৬ পরিবারকে এবং সদরস্থ মুসলিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭ পরিবারকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে।

মুসলিমপাড়া, মাস্টারপাড়া, রাজপাড়ার এলাকা ঘুরে পাহাড়ের পাদদেশে বসবাসকারী অর্ধশত পরিবারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তাদের দ্রুত সরে যেতে বলা হয়।

আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ বেলা খাবার ও নগদ অর্থ সাহয্য প্রদান, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ, চিকিংসাসহ রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।  খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম আশ্রয় কেন্দ্র স্থায়ী সমাধান নয় উল্লেখ করে জানান, ঝুঁকিতে বসবাসকারীদের স্থায়ীভাবে নিরাপদে বসবাসের ব্যবস্থা করার জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।

রেড ক্রিসেন্ট সোসাইটি’র খাগড়াছড়ি জেলা শাখারভোইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার জানান, পাহাড় ধসে জনসচেতনতায় প্রশাসনের পাশাপাশি জনগণকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে আশ্রয় সরে যেতে উদ্বুদ্ধ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।