চেয়ারম্যান ঘাটা প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সীতাকুণ্ডের মাদামবিবিরহাট চেয়ারম্যান ঘাটা প্রিমিয়ার ফুটবল লিগ ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকেলে চেয়ারম্যান ঘাটা নাইট রাইডার্স ট্রাইব্রেকারে ৫-৪ গোলে চেয়ারম্যান ঘাটা ফ্যালকনকে হারিয়ে চ্যান্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি শিপ ব্রেকিং ব্যাবসায়ী ইমরান হোসেন লিটন চ্যান্পিয়ন – রানারআপ দলসহ সকল খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন।

টুর্নামেন্টে মোং রুবেল সেরা খেলোয়াড়, ফাইনালে ম্যান অব দি ম্যাচ রণি এবং আবু জাবেদ সেরা গোল কিপার নির্বাচিত হয়।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মোং তারেকের সভাপতিত্বে এবং মোং শাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিপ ব্রেকিং ব্যাবসায়ী মোং কাইসার আহমেদ, জাহানাবাদ ওয়ার্ডের মেম্বার কামরুল আযম মানিক, বিশিষ্ট ব্যাংকার ও সীতাকুণ্ড উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব গিয়াস উদ্দিন টিটু, বিশিষ্ট ব্যাংকার মোং মাসুদ, বিশিষ্ট ব্যাবসায়ী মোং নছিম ও বিশিষ্ট ব্যবসায়ী আরাফাত হোসেন রুবেল।উল্লেখ্য পবিত্র ঈদুল আযহার বন্ধের সময় গত ২ জুন থেকে ৬টি দলের অংশগ্রহণে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে স্হানীয় উন্মুক্ত সাগরের খোলা মাঠে, মাদককে না বল,খেলার মাঠে খেলতে চল। এই শ্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি শুরু হয়।

শেয়ার করুন