আলোকিত যুব সংঘের উদ্যোগে
“কৃষি জিজ্ঞাসা” শীর্ষক সেমিনার সীতাকুণ্ডে

কৃষি সেবা কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সীতাকুণ্ডে সামাজিক সংগঠন আলোকিত যুব সংঘের উদ্যোগে “কৃষি জিজ্ঞাসা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৫ টায় সৈয়দপুর ইউনিয়নে অবস্থিত আলোকিত যুব সংঘের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক, উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহ আলম, সাবেক পুলিশ কর্মকর্তা শফিউল আলমসহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলোকিত যুব সংঘের চেয়ারম্যান শেখ সাইফুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা এ ধরনের একটি ব্যতিক্রম আয়োজনের জন্য আলোকিত যুব সংঘকে ধন্যবাদ দিয়ে কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ইদুর নিধন প্রক্রিয়া, অগ্রিম ফসল ফলানোর উপায়, সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহারের উপকারিতা, সরকার নিষিদ্ধ ঔষধ ব্যবহারের অপকারিতা, কোন পদ্ধতিতে চাষাবাদ করলে কম খরচে অধিক লাভবান হওয়া যায় ইত্যাদি বিষয়ে বিস্তারিত তুলে করেন। আলোচনা পর্ব শেষে প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিবিদ হাবিবুল্লাহ কৃষকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন উপজেলা কৃষি অফিস সব সময় কৃষকদের জন্য উন্মুক্ত থাকবে। যে কোন সমস্যা, অভিযোগ বা যেকোনো প্রয়োজনে সরাসরি কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।