বটবৃক্ষের ছায়া ঠান্ডা, বেশি করে রোপন করতে বললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ

সীতাকুণ্ডে ডিসি পার্ক পরিদর্শনে তথ্যমন্ত্রীতথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বেশি বেশি বটগাছ রোপণ করতে হবে। এই বৃক্ষের ছায়া ঠান্ডা। বটের ছায়ায় বসে ডিসি পার্কে আগত জনসাধারণ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবেন।

শনিবার (১২ আগস্ট) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে সাগর উপকূলে দৃষ্টিনন্দন ডিসি পার্কে প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি ‘২৩ সালে ২৩ লাখ’ বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ডিসি পার্কে ১০ হাজার গাছ লাগানোর উদ্যোগকে স্বাগত জানান।

ডিসি পার্কের উন্নয়ন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ড. হাছান মাহমুদ। তিনি দ্রুত কাজ শেষ করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, হুছাইন মুহাম্মদ প্রমুখ।

শেয়ার করুন