সকালে জিডি করায় সন্ধ্যায় হামলা বসত ঘরে

আহত মাঈনুল ইসলাম। ছবি : নয়াবাংলা

‘সকালে থানায় জিডি করায় সন্ধ্যায় আমার বসত ঘরে হামলা করে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী। রামদা-লাঠিসোটা নিয়ে হামলে পরে আমার পরিবারের উপর। বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা হুমকি দিয়ে বলে-পুলিশ থাকবে একঘন্টা, আমরা থাকি চব্বিশ ঘন্টা। এখন আমি ভয়ে আছি, কখন কি হয়।’

নগরের বায়েজিদ বোস্তামী থানার আরেফিন নগর কেন্দ্রীয় কবরস্থান এলাকার মাঈনুল ইসলাম নামের এক ভুক্তভোগী এভাবেই বর্ণনা করছিলেন তার উপর নির্যাতনের কথা।

তিনি বলেন-রোববার (১৮ জুন) সকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র লজ্জতি বেগমের লেলিয়ে দেয়া ভাড়া করা বিলকিস নামের এক মহিলা রাস্তার উপর খানকাশরীফের সামনে আমার উপর অতর্কিত হামলা করে। বিষয়টি থানায় জানানো হলে ঘটনাস্থলে পুলিশ আসে। প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজনের সাথে কথা বলে। পরে ঘটনার বর্ণনা দিয়ে আমি থানায় একটি সাধারণ ডায়রি করি। এতে তারা আরো ক্ষীপ্ত হয়ে রাত পৌণে নয়টার দিকে আমার বসত ঘরে হামলা করে। তখনও আমি পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

ঘটনার প্রত্যক্ষদর্শী আলী আকবর বলেন-‘বিষয়টি তুচ্ছ, কিন্তু লজ্জতি বেগমের সাথে মাঈনুল ইসলামের জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ঘটনার সূত্রপাত। মাঈনুলের উপর হামলা করে লজ্জতির ভাড়া করা বিলকিস নামের মহিলা একাই। আমি দুই পক্ষকে নিভৃত্ত করার চেষ্টা করেছি।’ একই কথা বলেছেন, পুইট্টা খালা নামের এক মহিলা প্রত্যক্ষদর্শী। তবে এলাকার কেউই থানা পুলিশের কাছে কিংবা আদালতে এ ঘটনার বিলকিসের বিরুদ্ধে সাক্ষী হিসেবে কথা বলতে নারাজ। বিলকিসকে এলাকায় সবাই ভয় পায়।

আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা বলেন-‘শুধু মাঈনুল নয়, এলাকায় বিলকিস গ্রুপের সদস্য দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন-মো. রনি নামের এক ব্যবসায়ী, প্রাক্তন সেনা সদস্য বয়োবৃদ্ধ ইব্রাহীম সুবেদার, বই ব্যবসায়ী মিন্টু, স্কুল শিক্ষক রিপন, ব্যবসায়ী গালীব, মোজাদ্দেদীয় খানকা শরীপের পীর হাবিবুর রহমানসহ আরো অনেকে।’ লোকলজ্জায় তারা সকলেই বিষয়টি চাপা রাখেন। আবার অনেকেই থানা পুলিশের কাছে গিয়েও ফল পাননি। কারণ বিলকিস একজন  স্বামী পরিত্যাক্তা উশৃংখল মহিলা।

স্থানীয় বাসিন্দারা জানান, অহেতুক ঝগড়ার পর মিথ্যা মামলায় জড়িয়ে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া বিলকিসের পেশা। সালাউদ্দিন, রিপন, ইব্রাহিম সুবেদার, ওসমান পুতু, কাজী নজরুল ইসলাম, রুস্তম, মান্নানসহ অনেক ধনাঢ্য ব্যবসায়ীকেও মামলার ফাঁদে জড়িয়ে টাকা হাতিয়ে নিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, মাঈনুল ইসলাম এবং ব্যবসায়ী তরিকুল ইসলামের মা লজ্জতি বেগম পাশাপাশি বাসিন্দা। তাদের মধ্যে জায়গার সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছে। উভয় পক্ষ একাধিক মামলায় জর্জরিত। আইনি প্রক্রিয়ায় সুবিধা করতে না পেরে লজ্জতি বেগম তার প্রতিবেশি মাঈনুলকে ঘায়েল করতে মহিলা ভাড়া করেছেন। তারা যুক্তি তুলে ধরে বলেন-‘মহিলাকে পুরুষে মারলে নারী শিশু নির্যাতন আইনে মামলা হয়। আর মহিলা পুরুষকে মারলে কিছুই হয় না। মাঈনুলের বুকে পিঠে রক্তাক্ত জখম চিহ্ন এই সমাজের অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত।’

শেয়ার করুন