ঐতিহাসিক অর্জন রক্ষার নির্বাচন হবে বললেন এমপি দিদার

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সীতাকুণ্ড সাংনদ আলহাজ্ব দিদারুল আলম

২০২৪ সালের সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক অর্জন রক্ষার নির্বাচন। ভূমিহীন-গৃহহীদের জন্য মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার আশ্রয়ণ প্রকল্প, পদ্না সেতুসহ ১৯৯৬ সাল থেকে অদ্যবদি যত অর্জন রয়েছে তা রক্ষার জন্য আওযামী লীগককে আবার ক্ষমতায় আনতে হবে।

সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য, শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি, ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড ও আকবর শাহ -পাহাড়তলী অংশিক এর সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম উপরোক্ত কথাগুলো বলেন।

 সীতাকুণ্ডে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এবং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সার্বিক সহযোগিতায় হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

২৪  আগস্ট ২০২৩  বৃহস্পতিবার বিকাল পাঁচটায় ছোট দারোগারহাট বাজার চত্বরে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম মিয়াজি,অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ,সদস্য নজরুল ইসলাম ,
১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান ভুইঁয়া ,ইয়াছিন শিকদার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মো ফারুক,৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি , আইয়ুব আলী বাবুল,মোশাররফ হোসেন,দিদারুল আলম ,নওশাদ আল, দেলোয়ার হোসেন ,টিটু দে ,আবুল হাসেম, মমিন উদ্দিন,আবদুল লতিফ ভুইঁয়া, রফিউজ্জামান রফিক, আনোয়ার সওদাগর, রবিউল হোসেন, আলমগীর হোসেন, ইমাম হোসেন রাসেল,৮নং ওয়ার্ডের  মেম্বার দিদারুল আলম,বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক, সাইফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ হোসেন অন্তর প্রমুখ।

পরিশেষে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

শেয়ার করুন