
সোমবার (২৮ আগস্ট ২০২৩) অপূর্ব প্লাবণভূমি কেন্দ্রিক ট্যুরিজম কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে শুরু হয় এই প্রশিক্ষণ।
এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ মাসুদ আলমের সভাপতিত্ব প্রধান প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)’ র ইকো-ট্যুরিজম প্রকল্পের বিজনেস প্রোমোশন কর্মকর্তা মোঃ হাকিম মোল্লা ও সৈকত চন্দ্র পাল।
এছাড়াও ট্যুরিজম ও কৃষি নির্ভর ট্যুরিজম এর বিভিন্ন বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন পরিবেশ কর্মকর্তা সাহেদুল ইসলাম, ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নূরুন্নবী রাসেল, ফাইন্যান্স ও প্রোকিউরমেন্ট অফিসার কাজী কালাম ও টেকনিক্যাল অফিসার (ফিশারিজ) ইমরান শেখ প্রমুখ।
প্রশিক্ষনে প্লাবণভূমি কেন্দ্রিক ট্যুরিজম কি, এর সম্ভাবনা, উন্নয়ন পরিকল্পনা, ট্যুর গাইড, ট্যুর অপারেটর, ট্যুরিজম ম্যানেজমেন্ট, এসইপি সফটলোন, ট্যুরিজমের গুরুত্ব, প্র্রচার-প্রচারণার গুরুত্ব, সোশ্যাল মিডিয়ার গুরুত্ব, বিভিন্ন লাইসেন্স ও হিসাব সংক্রান্ত বিষয়াদি, কমন ফ্যাসিলিটিস, নিরাপত্তা, ট্যুরিজম সংক্রান্ত সনদায়ন, বিভিন্ন পরিষেবা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত প্রশিক্ষণে ইকো-ট্যুরিজম উন্নয়ন উদ্যোক্তা, স্থানীয় মৎষ্যচাষী, এসইপি সদস্য, পরিষেবা প্রদানকারী অংশীজন, উন্নয়ন কর্মকর্তাসহ প্রায় ২৫ জন অংশগ্রহণ করেন।