বিলুপ্তপ্রায় কুইচা মাছ রক্ষায় প্রকৌশলীকে প্রাণনাশের হুমকি

বোয়ালখালীতে পরিবেশ ধ্বংসকারী চক্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কারণে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আজ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, গণ মুক্তি ইউনিয়নের নেতা রাজা মিয়া,বীর মুক্তি যোদ্ধা কবি শুক্কুর চৌধুরী,

বাসদ( মার্কসবাদী) নেতা শফি উদ্দিন কবির আবিদ,গণ সংহতি আন্দোলন এর জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী,গণ অধিকার চর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খান, চৈতগ্রামের সভাপতি কাজী রাজেশ ইমরান,নিপীড়ন বিরোধী আইনজীবি মঞ্চের যুগ্মআহবায়ক এডভোকেট বিশুময় দেব, নগর মহিলা আওয়ামী লীগের নেত্রী হাসিনা আ ক্তার ,জননেতা রহমতউল্লাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ভাস্কর চৌধুরী, গণ সংহতি আন্দোলনের নগর আহবায়ক ডা. অপূর্ব নাথ,সদস্য সচিব মিজানুর রহিম চৌধুরী,প্রজন্ম চট্রগ্রামের নির্বাহী প্রধান চৌধুরী জসিমুল হক, ক্যাব এর নেতা মুহাম্মদ জানে আলম,বাংলা প্রচলন উদ্যোগ এর সংগঠক শেখ গোলাম মোহাম্মদ রাজু,নারী মুক্তি কেন্দ্রের চট্টগ্রাম মহানগর সভাপতি আসমা আক্তার , বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট্রের প্রতিষ্টাতা সভাপতি পন্কজ চক্রবর্তী সহ
বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,”বোয়ালখালী উপজেলায় তালতলা নামক স্থানে গত কয়েকদিন বরিশাল থেকে শতাধিক শ্রমিক এনে তাদের দিয়ে ব্যাপকহারে কুইচা মাছ নিধন চালানো হচ্ছিল।২০১২ সালের বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা)আইন অনুসারে,কুইচা মাছ সংরক্ষিত বণ্যপ্রাণী তালিকাভুক্ত এবং অবৈধভাবে এভাবে নির্বিচারে কুইচা শিকার করায় পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ক্ষতির আশঙ্কায়,সমাজকর্মী সিঞ্চন ভৌমিক এরূপ পরিবেশবিধ্বংসী কাজের প্রতিবাদ করেন। পরবর্তীতে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদ বিলুপ্তপ্রায় কুইচা মাছ রক্ষার দাবিতে গত ২৫ আগস্ট স্থানীয় জনগণকে সংগঠিত করে সমাবেশ করে এবং বোয়ালখালী থানার ওসি জনাব মোঃ আছহাব উদ্দিনকে স্মারকলিপি প্রদান করেন।এতে অবৈধভাবে কুইচা মাছ নিধনের সাথে যুক্ত চক্রটি ক্ষিপ্ত হয়ে উঠে এবং গতকাল ২৭ আগস্ট টেলিফোনে সিঞ্চন ভৌমিককে অকথ্য গালিগালাজ করে ও কুইচা মাছ ধরার প্রতিবাদ অব্যাহত রাখলে প্রাণনাশের হুমকি প্রদান করে। চট্টগ্রামের সামাজিক ও পরিবেশ রক্ষা আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠক সিঞ্চন ভৌমিককে প্রাণনাশের হুমকি প্রদানের এমন ঘটনায় আমরা ক্ষুব্ধ।

আমরা অবিলম্বে প্রশাসনের নিকট প্রকৌশলী সিঞ্চন ভৌমিককে প্রাণনাশের হুমকি প্রদানকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর দাবি জানাই।

শেয়ার করুন