সন্দ্বীপ নাগরিক সমাজ-এর সমন্বয়ক মিজানুর রহমান বাবুকে সংবর্ধনা

সন্দ্বীপ নাগরিক সমাজ-এর সমন্বয়ক মিজানুর রহমান বাবু যুক্তরাষ্ট্র গমন উপলক্ষে আজ ৫ সেপ্টেম্বর মঙ্গলবার এ কে খান মোড় আয়োজন রেস্তোরায় তাকে সংবর্ধনা দেয়া হয়।

এই উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ নাগরিক সমাজ-এর প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

সাপ্তাহিক উপনগর পত্রিকার নির্বাহী সম্পাদক কেফায়েতুল্লাহ কায়সারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহ আলম, এস এম ইব্রাহিম ও মোঃ মোশাররফ হোসাইন, সাবেক সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলহাজ্ব আ ফ ম ফোরকান উদ্দীন খান, আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ চৌধুরী, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাবেক ম্যানেজার আলহাজ্ব মোঃ আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান রানা, সোনালী ব্যাংকের আনোয়ারা শাখার ম্যানেজার শাহাদাত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আবদুল কাদের মানিক, মাতামুহুরি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক জেসমিন জেসি, চট্রগ্রাম জজ কোর্টের এডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ, প্রাণি সম্পদ কর্মচারী সমিতি চট্টগ্রাম জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সমাজকর্মী রেজাউল করিম মহসিন, কবি এম এ হাশেম আকাশ, একেএইচ গ্রুপ চট্টগ্রাম অফিসের হিসাব রক্ষক আবদুল মোতালেব আনন্দ, উষার আলো বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাওলানা আকবর হোসাইন, সাংবাদিক আবদুল হান্নান হিরা, মোবারক হোসেন ভুঁইয়া, ফয়সাল আসির, মোঃ ইব্রাহিম, মোঃ আবদুর রব, শাখাওয়াত রহমান খান প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নাজিম উদ্দিন।

সন্দ্বীপ নাগরিক সমাজ’র আপনজন সর্বজনাব মোঃ এনায়েত উল্যাহ, শামছুল কিবরিয়া মিলন, কে এম আজিজ উল্যাহ ও নুরুচ্ছাফা দুলাল ইন্তেকাল করায় তাদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা এইচ এম নজরুল ইসলাম।

প্রসঙ্গত, সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড নিবাসী মিজানুর রহমান বাবু কর্মজীবনের শুরুতে মুছাপুর হানিফ শিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে একেএইচ গ্রুপ চট্টগ্রাম অফিসের হিসাব রক্ষক ছিলেন। এখন পরিবারসহ যুক্তরাষ্ট্র যাচ্ছেন। তাঁর পিতা মোঃ ছালামত উল্যাহ বি.কম দুই মেয়াদে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

শেয়ার করুন