ঈদগাঁওতে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ঘোষণা

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজারঃ কক্সবাজারের ঈদগাঁওতে ৫০ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
১১ সেপ্টেম্বর বিকেলে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কক্সবাজার সদর উপজেলা ও ঈদগাঁও উপজেলা (অঃ দাঃ) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কক্সবাজার সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন প্রতিযোগিতার আহ্বায়ক নুরুল আমিন, সদস্য সচিব শহিদুল হক ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত। উপস্থিত ছিলেন পোকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, গোমাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, রাজনীতিক হাবিব উল্লাহ হাবিব, সুপার মিজানুর রহমান মিজান, সহকারি প্রধান শিক্ষক নুরুল আবছার, মেম্বার মোফাসসেল মুফিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক বৃন্দ। সঞ্চালনা করেন ক্রীড়া শিক্ষক নুরুল আমিন হেলালী।
এদিন বালকদের ফুটবল খেলার ফাইনালে অংশ নেয় প্রতিযোগিতার সভাপতি নুরুল আমিনের ভারুয়াখালী উচ্চ বিদ্যালয় ও সদস্য সচিব শহিদুল হকের ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন (কেজি স্কুল)। এতে টাইব্রেকারে ৪-২ গোলে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন জয় লাভ করে। ১২ সেপ্টেম্বর সকালে কক্সবাজার হোটেল শৈবালের পুকুরে সাঁতার এবং কক্সবাজার বাইতুশ শরফ জব্বারিয়া একাডেমিতে দাবা প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন