রাজধানীতে এএসপিকে ছুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা

রাজধানীতে হাইওয়ে পুলিশের এক এএসপিকে ছুুরিকাঘাত ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম মিজানুর রহমান তালুকদার (৫০)। তিনি হাইওয়ে পুলিশে সাভার সার্কেলে কর্মরত ছিলেন। হত্যার পর ঘাতকরা ওই পুলিশ কর্মকর্তার লাশ মিরপুর বেড়িবাঁধের বিরুলিয়া ব্রিজের অদূরে বোটক্লাব ঘাট এলাকায় ফেলে যায়।

বুধবার (২১ জুন) সকালে কর্মস্থলে যাওয়ার জন্য উত্তরার বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান।  স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে একই দিন দুপুরে রূপনগর থানা পুলিশ এএসপি মিজানুরের লাশ উদ্ধার করে।  এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, সিআইডি, র‌্যাব, পিবিআইসহ সব গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।  আলামত সংগ্রহ করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ।  প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে, এটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে। তবে নিহত ওই কর্মকর্তার পকেটে দুটি দামি মোবাইল ফোন থাকায় পুলিশ পরে ওই ধারণা থেকে সরে আসে। রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম যুগান্তরকে বলেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ সব বিষয় মাথায় রেখেই তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

শেয়ার করুন