বিশ্বমানের পর্যটন নগরী হবে চট্টগ্রাম : আবদুস সালাম

বাংলাদেশ সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশন চট্টগ্রামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিডিএ চেয়ারম্যান আবদুস সালাম -নয়াবাংলা

‘খুলে দিয়েছি স্বপ্নের ফ্লাইওভার। চট্টগ্রামবাসী ওই ফ্লাইওভারে উঠলে নিচে আর আবর্জনা-যানজট দেখে না। আশা করছি ওই ফ্লাইওভার বিমান বন্দর পর্যন্ত নিয়ে যাব। চট্টগ্রামকে নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করেছি_প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছা-আন্তরিকতায়। ওই পরিকল্পনায় প্রকল্প বাস্তবায়ন হলে বন্দর নগরী চট্টগ্রাম বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে ইনশাল্লাহ।  আপনারা আগামী তিন বছরের মধ্যেই দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।’

বুধবার (২১ জুন) চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  এসময় তিনি সংবাদপত্র কম্পিউটার্স অ্যাসোসিয়েশনের কল্যাণে সবসময় ছিলেন ভবিষ্যতেও থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন-আপনাদের আবাসন নিয়ে ভাবতে হবে না। আমি তিন হাজার প্লট নিয়ে অনন্যা আবাসিক-২ নামের একটি প্রকল্প গ্রহণ করেছি। আপনারা আবেদন করেন পেয়ে যাবেন।

নগরের জলাবদ্ধতা প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যান বলেন-‘এ সমস্যা সিডিএ, ওয়াসা কিংবা সিটি কর্পোরেশন একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এটা সমন্বিত উদ্যোগে নিরসন সম্ভব।  শুধু প্রধানমন্ত্রী টাকা দিবে_আর পরিকল্পনা হবে_সমস্যা সমাধান হবে না। জলাবদ্ধতা সকল উন্নয়নের অন্যতম অন্তরায়। জলাবদ্ধতায় আমাদের সকল উন্নয়ন সংগ্রাম ভেসে যাবে। উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহবান জানিয়ে তিনি বলেন-‘আমি প্রতিশ্রতিতে বিশ্বাসী নই, পরিকল্পনা বাস্তবায়ন করেই তা প্রকাশ করি। ‘

জামাল খান ওয়ার্ড কাউন্সিলর সৈবাল দাশ সুমন বলেন-এই ওয়ার্ডেই আমার জন্ম-বেড়ে উঠা।  জামালখান ওয়ার্ডকে এমনভাবে সাজিয়ে তুলবো_আশা করছি আগামী দুই বছরের মধ্যে-জামালখানকে দেখতে আসবে নগরবাসী। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে কোন বাজেট নেন না বলে উল্লেখ করেন তিনি।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন–উর–রশীদ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ফুলকলি ফুড প্রোডাক্টস এর জিএম আলহাজ এমএ সবুর।  বক্তব্য রাখেন সাংবাদিক সুলতান মাহমুদ সেলিম, কাঞ্চন মহাজন, কথন’র সম্পাদক ফারুক হাসান।  কায়েস চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রতন বিশ্বাস।

উপস্থিত ছিলেন সাংবাদিক জালাল উদ্দিন আহমদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম, আবদুর রউফ পাটোয়ারী, মিহির নন্দী, সুভাষ কারণ, নিপুল কুমার দে, পুলক সরকার, সাইদুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন