ব্যাংকে নেই, নতুন নোট দালাল চক্রের হাতে : মোটা কমিশনে বিক্রয় হাটহাজারীতে

নতুন নোট হাতে এক বিক্রেতা -ছবি : নয়াবাংলা

চট্টগ্রাম : ঈদ-পুজো-পার্বন বলে কথা। সালামী কিংবা ঈদি-বকশিস চাই নতুন টাকায়। যে কারণে উৎসবজুড়ে নতুন টাকার চাহিদা বেড়ে যায় বহুগুণ। আর এ চাহিদার যোগান দিয়ে থাকে সরকারী বেসরকারী ব্যাংকগুলো। হাটহাজারী উপজেলা শহরজুড়ে নতুন টাকার চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে নতুন টাকা ব্যবসায়ী সিন্ডিকেট। ফলে ব্যাংকগুলোতে নতুন নোটের কৃত্রিম সংকট। আর ব্যাংকের সামনে দালালের হাতে সাজানো নতুন নোটের বাণ্ডিল।

স্থানীয়রা জানান, সরকারী বেসরকারী অনুমোদিত ব্যাংক গুলোতে নতুন টাকা পাওয়া যাচ্ছে না। আর ওইসব নতুন টাকার বাণ্ডিল নিয়ে সড়কের মোড়ে মোড়ে ঘুরছে মৌসুমী নতুন টাকার ব্যবসায়ী। পুরো হাটহাজারী উপজেলাজুড়ে চলছে নতুন টাকা রমরমা বাণিজ্য।

জানা যায়, প্রতি বছর পবিত্র ঈদুল ফিতরের সময় নতুন টাকার চাহিদা থাকে বেশি। চাহিদার পেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রতিটি সরকারি বেসরকারী ব্যাংকে নতুন নোট সরবরাহ করা হয়। কিন্তু হাটহাজারী উপজেলাটি ব্যাংক গুলো নতুন টাকার নোটের জন্য কেন্দ্রীয় ব্যাংকে চাহিদা পত্র প্রেরণ করলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রয়োজনীয় নতুন নোট সরবরাহ না করার অভিযোগ সংশ্লিষ্টদের।

ব্যাংকের গ্রাহকগণ নতুন টাকা না পেয়ে হতাশায়  পড়ছেন। ফলে যাদের ঈদ সালামির জন্য নতুন নোটের প্রয়োজন। তারা বাধ্য হয়ে দালাল চক্রের কাছ থেকে শতকরা হারে কমিশন ও ভুর্তুকি দিয়ে নতুন টাকার নোট সংগ্রহ করতে হচ্ছে। ১০০ টাকার নতুন নোট নিতে ১৫ টাকা হারে কমিশন দিতে হচ্ছে। ব্যাংকে নতুন নোট না থাকলেও বিভিন্ন হাট বাজারে সংর্ঘবদ্ধ চক্রের হাতে নতুন নোটের ছড়াছড়ি।

এমনকি ব্যাংকের সামনে দাঁড়িয়ে এসব দালালরা নতুন টাকার নোট বিক্রয় করতে দেখা যায় উপজেলার সদরসহ বিভিন্ন স্থানে।

কেন্দ্রীয় ব্যাংক থেকে ঈদ উপলক্ষে বিভিন্ন ব্যাংকে নতুন নোট সরবরাহ করা হলেও অজ্ঞাত পথে সেই নতুন টাকার নোট সংঘবদ্ধ চক্রের হত চলে যায়। এ ব্যপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করছে সচেতন মহল।