স্পিকারের শোক
রংপুরে ট্রাক উল্টে পোশাকশ্রমিকসহ ১৬জন নিহত

প্রতীকি ছবি

রংপুরের পীরগঞ্জে সিমেন্টবাহী ট্রাক উল্টে ১৬ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।  কমখরচে ট্রাকের ছাদে বাড়ি ফিরতে গিয়ে শনিবার (২৩জুন) ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনার শিকার হন তারা। ঘটনায় জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

প্রাথমিকভাবে জানা গেছে নিহতদের মধ্যে বেশিরভাগই পোশাকশ্রমিক।  ঈদ উপলক্ষে তারা সবাই গাজীপুর থেকে ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। তাত্ক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, সিমেন্টবাহী ট্রাকটি ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল।  কলবাগান এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝেই উল্টে যায়।  এ সময় ছাদে থাকা যাত্রীরা রাস্তার উপর পড়ে যান।  একই সাথে উপর থেকে তাদের উপর পড়ে সিমেন্টের বস্তা।  এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন।  এছাড়া পীরগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় মারা যান আরো পাঁচজন।  সর্বমোট ১৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

এদিকে আহতদের মধ্যে আটজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  উদ্ধার কাজে পুলিশকে সহায়তা করে ফায়ার ব্রিগেড।

স্পিকারের শোক :
রংপুরে প্রাণহানির ঘটনায় জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন। জেলার পীরগঞ্জ উপজেলার বড়দরগা এলাকায় আজ শনিবার সড়ক দুর্ঘটনায় ১৬ জন পোশাক শ্রমিক নিহত হয়েছে।

শনিবার (২৪ জুন) এক শোকবাণীতে স্পিকার বলেন, রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে ১৬ জন পোশাক শ্রমিকের প্রাণহানি ও আহতের ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক ও মর্মস্পর্শী। এ মৃত্যু অপ্রত্যাশিত ও বেদনাদায়ক। স্পিকার হতাহতদের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এছাড়া রংপুরের হতাহতের ঘটনায় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাসস।

শেয়ার করুন