এনভায়রনমেন্টাল ফটোগ্রাফার অফ দ্যা ইয়ার ২০২৩


পরিবেশ নিয়ে বিশ্বের মর্যাদাপূর্ণ ছবি প্রতিযোগিতায় ১৫৯ টি দেশের ১ হাজার ৫২৪ জন আলোকচিত্রীর ২৪৪৫ টি ছবির মধ্যে পুরস্কারের জন্য সেরা ৫০ টি সেরা ছবি সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল।

পুরস্কৃত ও সংক্ষিপ্ত তালিকা ছবিগুলো নিয়ে লন্ডনে আলোকচিত্র প্রদর্শনী করা হবে। সারা বিশ্বের আলোকচিত্রী মধ্যে সেরা ৫০টি ছবির তালিকায় নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আলোকচিত্র সাংবাদিক কমল দাশ।

 ইটভাটায় শ্রমিকের গায়ে ঘামে আটকে যাওয় লাল ধুলোর শিরোনামের ছবিটি সেরা ৫০ এর তালিকায় জায়গা করে নিয়েছে। এই তরুণ মেধাবী আলোকচিত্রী এর আগেও বিশ্বের মর্যাদাপূর্ণ ছবির জন্য অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। ছবিটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মধ্যে লন্ডনের মেইল অনলাইন পত্রিকা অন্যতম।

আলোকচিত কমল দাশ বলেন, ১৫৯ টি দেশের প্রায় দুই হাজারের মতো আলোকচিত্রীদের মধ্যে সেরা ৫০ টি ছবির তালিকায় নির্বাচিত হতে পেরে আনন্দিত। চট্টগ্রাম থেকে গণমাধ্যমে কাজ করার কারণে চট্টগ্রামকে বিশ্বের দরবারে ছবির মাধ্যমে তুলে ধরতে পেরেছি। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচজন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে চট্টগ্রামের একমাত্র তিনি।

শেয়ার করুন