ইটভাটার সংবাদ সংগ্রহে যাওয়ায় সাংবাদিকের ওপর হামলা

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইটভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলা ও আঞ্চলিক পত্রিকা বীর চট্টগ্রাম মঞ্চের সীতাকুণ্ড প্রতিনিধি এস এম ইকবাল হোসাইন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিটিসি গেইট এলাকায় পাহাড়ের পাদদেশে অবস্থিত ফকরিস ইটভাটায় এ হামলার ঘটনা ঘটে।

আহত এস এম ইকবাল হোসাইন বর্তমানে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

সাংবাদিক এস এম ইকবাল হোসাইন জানান, দীর্ঘদিন ধরে ভাটিয়ারী এলাকায় অবস্থিত ফকরিস ইটভাটায় গাছ পুড়িয়ে ইট তৈরি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে ইটভাটায় বিভিন্ন জায়গা থেকে গাছ সরবরাহকারী স্থানীয় সন্ত্রাসী ফয়সাল তার ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

যোগাযোগ করা হলে অভিযুক্ত ফয়সাল বলেন, আমি ইটভাটায় গাছ দেব। কার এমন ক্ষমতা আছে আমাকে নিষেধ করার।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, এ ঘটনার কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন